May 2, 2024, 5:17 pm
সর্বশেষ:
মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দুদকের পরিচালক থেকে মহাপরিচালক পদে পদন্নোতি পেলেন শিরিন পারভীন উপজেলা পরিষদ নির্বাচন মন্ত্রী–এমপিদের চাপে মাঠ প্রশাসন,  স্পিকারকে চিঠি দেবে ইসি মেঘনায় পাকের ঘরে রাতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা মেঘনায় ফেসবুক ‘ফেক’ আইডির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে অনিয়মের সত্যতা পেয়েছে দুদক মহিলা ভাইস চেয়ারম্যান পদে হেট্ট্রিক করতে ভোটারের দ্বারেদ্বারে শিরিন মেঘনায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় জনাকীর্ণ কমিউনিটি ক্লিনিক ভবনে চলছে কার্যক্রম

বাঞ্ছারামপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হতে যাচ্ছেন আ.লীগ প্রার্থী

১৬ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তফাজ্জল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

রোববার (১৫ নভেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে মেয়র পদে আর কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা। ফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

এদিকে নির্বাচনে বিএনপির দলীয় কোন প্রার্থী দেয়নি, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শামীম শিবলী মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমাদানের শেষ দিনেও তিনি তা জমা দেননি।

উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শামীম শিবলী বলেন, আমি মেয়র পদে নির্বাচন করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলাম এবং দলীয় সমর্থন পেতে একাধিকবার উপজেলা বিএনপির সভাপতি এমএ খালেক সাহেবের সাথে যোগাযোগ করেছি কিন্তু তিনি আমাকে দলীয় মনোনয়ন দেননি, কাউকে তিনি প্রার্থী হিসেবে দাঁড়ও করাননি। শুধুমাত্র খালেক সাহেব সংস্কারপন্থী বিএনপির হওয়ার কারণে তখন তার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় আমাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। আমাকে দল থেকে মনোনয়ন দিলে অবশ্যই পাশ করতাম।

উপজেলা বিএনপি’র সভাপতি এমএ খালেক বলেন, আমরা দল থেকে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুককে প্রার্থী হিসেবে নির্বাচিত করেছিলাম কিন্তু আমাদের দলের কিছু লোকের ভয়ভীতি দেখানোর কারণে তিনি প্রার্থী হননি। শামীম শিবলী আমার সাথে কোন যোগাযোগ করেননি।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা জিল্লুর রহমান জানান, মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে মেয়র পদে একজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন, তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তোফাজ্জল হোসেন। পৌরসভার ৯টি ওয়ার্ডে সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩২জন মনোনয়নপত্র জমা দেন।

আগামী ১৭ নভেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাই, ২৩ নভেম্বর প্রত্যাহারের শেষ দিন, ২৪ নভেম্বর প্রতীক বরাদ্দ ও আগামী ১০ ডিসেম্বর বাঞ্ছারামপুর পৌরসভার ভোট অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা