July 26, 2025, 12:29 am
সর্বশেষ:
মেঘনায় এসএসসির প্রশংসাপত্রে স্কুলের টাকা আদায় : প্রধান শিক্ষকের স্বীকারোক্তি ১৫ জেলায় ৩ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা শুভাকাঙ্ক্ষীদের সুমতি—উন্নতির পথে অদৃশ্য শক্তি মেঘনায় বিএনপির দ্বন্দ্ব নিরসনে হাইকমান্ডের উদাসীনতায় ভিন্ন দলগুলোর পোয়াবারো মেঘনা ‘দূর্গম’ কেন—পুনর্মূল্যায়ন এখন সময়ের দাবি মেঘনায় খাস জমি, হালট ও খাল উদ্ধারে প্রশাসনের জোরালো ভূমিকা দরকার মেঘনায় টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ: বেলে মাটি, অনিয়ম ও ভাঙনের গল্প শিক্ষা সবার জন্য—টেকসই উন্নয়নের ভিত্তি দুদকের নতুন সচিব খালেদ রহীম মেঘনায় বিএনপির ৩১ দফা নারীদের ঘরে ঘরে পৌঁছাতে হবে: নেতৃত্বে চাই ছাত্রী-নারী সক্রিয়তা

বিয়ে করেছেন প্রভুদেবা!

২০ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বিয়ের পিঁড়িতে বসছেন প্রভুদেবা— বেশ কিছুদিন থেকেই এই গুঞ্জন উড়ছে। এ নিয়ে আলোচনায় রয়েছেন জনপ্রিয় এই কোরিওগ্রাফার-অভিনেতা-নির্মাতা।

শোনা যায়, নিজের ভাগ্নিকে বিয়ে করতে যাচ্ছেন প্রভুদেবা। তবে ভারতীয় মিডিয়াগুলো বলছে, তিনি ইতোমধ্যে বিয়ে করেছেন। গত সেপ্টেম্বরে মুম্বাইয়ের বাড়িতে গোপনে তার ফিজিওথেরাপিস্টকে বিয়ে করেছেন তিনি। বর্তমানে চেন্নাইয়ে তারা একসঙ্গে থাকছেন।

যদিও এই বিষয়ে প্রভুদেবার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে একটি তামিল দৈনিক তাদের প্রকাশিত প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রভুদেবার এটি দ্বিতীয় বিয়ে। এর আগে ১৯৯৫ সালে রামলথা নামের এক নারীকে বিয়ে করেন তিনি। দাম্পত্য জীবনে তাদের তিন সন্তান। ২০০৮ সালে এই দম্পতির বড় ছেলে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যায়।

পরবর্তী সময়ে অভিনেত্রী নয়নতারার সঙ্গে সম্পর্কে জড়ান প্রভুদেবা। লিভ টুগেদারও করেছেন তারা। কিন্তু এই বিষয়ে আদালতের শরণাপন্ন হন প্রভুদেবার স্ত্রী। ২০১১ সালে রামলথার সঙ্গে প্রভুদেবার বিচ্ছেদ হয়। তবে নয়নতারার সঙ্গেও তার সম্পর্ক টেকেনি। ২০১২ সালে এই অভিনেতার সঙ্গে ব্রেকআপ হয়েছে বলে জানান নয়নতারা।

বর্তমান সালমান খান অভিনীত ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমা নিয়ে ব্যস্ত প্রভুদেবা। পাশাপাশি বেশ কয়েকটি তামিল সিনেমায় অভিনয় করছেন প্রভুদেবা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা