May 3, 2024, 8:47 pm
সর্বশেষ:
মেঘনায় উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দুদকের পরিচালক থেকে মহাপরিচালক পদে পদন্নোতি পেলেন শিরিন পারভীন উপজেলা পরিষদ নির্বাচন মন্ত্রী–এমপিদের চাপে মাঠ প্রশাসন,  স্পিকারকে চিঠি দেবে ইসি মেঘনায় পাকের ঘরে রাতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা মেঘনায় ফেসবুক ‘ফেক’ আইডির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে অনিয়মের সত্যতা পেয়েছে দুদক মহিলা ভাইস চেয়ারম্যান পদে হেট্ট্রিক করতে ভোটারের দ্বারেদ্বারে শিরিন মেঘনায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

ভাড়া বাড়িতে শিক্ষা কার্যক্রম চালানো যাবে না

২০ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ভাড়া বাড়িতে বা স্থাপনায় যাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও শিক্ষা কার্যক্রম পরিচালনা করা না যায়, সে ব্যাপারে সতর্কতা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

জানা গেছে, গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-কে এ বিষয়ে সার্বিক নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক স্মারক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

শুক্রবার (২০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এ নির্দেশনায় বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় নিজস্ব জমিতে স্থায়ী ক্যাম্পাস থাকার পরও কোনো ভাড়া বাড়িতে বা স্থাপনায় কোনো ধরনের কার্যক্রম চালানো যাবে না। তাই যাতে কোনো প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম যেন পরিচালনা করতে না পারে, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

নির্দেশনায় আরও বলা হয়, এরইমধ্যে ক্রয় করা নিজস্ব জমিতে অনুমতি সাপেক্ষে শিক্ষা কার্যক্রম চালানো যেতে পারে। তবে সেটি ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় অন্যূন ১ (এক) একর এবং অন্যান্য এলাকায় অন্যূন ২ (দুই) একর নিষ্কণ্টক, অখণ্ড ও দায়মুক্ত জমি ছাড়া অতিরিক্ত জমির প্রয়োজন হলে স্থায়ী ক্যাম্পাসের সর্বোচ্চ ১ কিলোমিটারের মধ্যে হতে হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা