August 2, 2025, 3:59 pm
সর্বশেষ:
অধিকারের জমি নয়, দুর্বৃত্তের লুটের শিকার গ্রামবাংলা সাধারণত্বেই অসাধারণ: তারেক রহমানের নেতৃত্বের পাঠ ইসিকে ধন্যবাদ জানিয়ে মেঘনায় বিএনপির সভা মেঘনায় এলজিইডির উদ্যোগে ৯টি নতুন ব্রীজ ও ৩৪ কিলোমিটার সড়ক উন্নয়ন প্রকল্প সয়েল টেস্ট সম্পন্ন, দ্রুত শুরু হচ্ছে নির্মাণ কাজ ১০২ এসি ল্যান্ডকে প্রত্যাহার ৬০ প্রকল্পের শত ঠিকাদার, টাকা তুলে নিয়ে উধাও গারদ খানার মতো মেঘনার সাব-রেজিস্ট্রি অফিস পরিবেশ স্বাস্থ্যসম্মত না হওয়ায় জনদুর্ভোগ চরমে দেশে নৈরাজ্যের আশঙ্কা এসবির, সব জেলায় সতর্কবার্তা সত্যের কলম রক্তাক্ত: মেঘনায় সাংবাদিক নিপীড়নের শ্বাসরুদ্ধ পরিবেশ জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

৯৯৯ এ ফোন, যৌন পল্লী থেকে তরুণী উদ্ধার

২৪ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

জাতীয় জরুরি নম্বর ৯৯৯ এ ফোন পেয়ে দৌলতদিয়া যৌন পল্লী থেকে এক তরুণীকে উদ্ধার করেছে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ পুলিশ পরিচালিত ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ এ একজন তরুণী কলার রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া থেকে ফোন করে জানান, তার বাড়ি বাগেরহাটের চিতলমারী গুচ্ছগ্রামে। প্রায় দুই মাস আগে তাকে এক দালাল চাকরি দেয়ার আশ্বাস দিয়ে দৌলতদিয়া যৌন পল্লীতে নিয়ে আসে। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে অনৈতিক কাজ করানো হচ্ছিল, রাজি না হলে তাকে মারধর করা হত।

তরুণী জানান, তার কাছে কোনো ফোন নেই এবং এক ব্যক্তির ফোন থেকে তিনি ৯৯৯ এ ফোন করেছেন। তরুণী এই অবস্থা থেকে তাকে উদ্ধারের ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান।

তরুণী আরো জানান, তিনি স্বামী পরিত্যাক্তা এবং তার একটি শিশু সন্তানও আছে।

৯৯৯ তাৎক্ষণিকভাবে কলারের সাথে গোয়ালন্দ ঘাট থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেয়। সংবাদ পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল অবিলম্বে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

পরে গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়েবী ৯৯৯ কে ফোনে জানান, তারা ভুক্তভোগী মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন।

পরবর্তী আইনী প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে মেয়েটিকে সেফ হোমে পাঠানোর ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা