July 25, 2025, 12:14 am
সর্বশেষ:
শুভাকাঙ্ক্ষীদের সুমতি—উন্নতির পথে অদৃশ্য শক্তি মেঘনায় বিএনপির দ্বন্দ্ব নিরসনে হাইকমান্ডের উদাসীনতায় ভিন্ন দলগুলোর পোয়াবারো মেঘনা ‘দূর্গম’ কেন—পুনর্মূল্যায়ন এখন সময়ের দাবি মেঘনায় খাস জমি, হালট ও খাল উদ্ধারে প্রশাসনের জোরালো ভূমিকা দরকার মেঘনায় টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ: বেলে মাটি, অনিয়ম ও ভাঙনের গল্প শিক্ষা সবার জন্য—টেকসই উন্নয়নের ভিত্তি দুদকের নতুন সচিব খালেদ রহীম মেঘনায় বিএনপির ৩১ দফা নারীদের ঘরে ঘরে পৌঁছাতে হবে: নেতৃত্বে চাই ছাত্রী-নারী সক্রিয়তা মেঘনা নদীতে চালিভাঙ্গা নৌ পুলিশের অভিযানে জলদস্যু সোহাগ গ্রেপ্তার হোলিস্টিক প্রোটেকশন ট্রেইনিং অন সেফটি অফ জার্নালিস্টস উইদ এ ফেমিনিস্ট অ্যাপ্রোচ

একতা বাউল শিল্পি একাডেমির অফিস উদ্বোধন

১৫ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, এস এম রাজু :

নারায়ণগঞ্জ সোনারগাঁ কাঁচপুর সেনপাড়া এস ইন্টার্নেশনাল সিএনজি পাম্প সংলগ্ন (কাচপুর বাস স্ট্যান্ড) একতা বাউল শিল্পী একাডেমির কার্যকরী অফিস উদ্বোধন ও আলোচনা, মিলাদ – দোয়ার মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়।

অদ্য ১৪-১২-২০২০ ইংরেজি রোজ সোমবার সময় সন্ধ্যা সাতটায় উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু উপস্থিতিতে মিলাদ ও দোয়ার মাধ্যমে একতা বাউল শিল্পী একাডেমী আনুষ্ঠানিকতার সাথে কার্যক্রম অফিস শুরু করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু ও আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সাথে উপস্থিত ছিলেন সোনারগাঁ সাংবাদিক পরিষদের চেয়ারম্যান এস এম রাজু আহমেদ । দৈনিক আমাদের কন্ঠ স্টাফ রিপোর্টার।

উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু বলেন সমাজে বাউল শিল্পী গোষ্ঠীর অনেক অবদান রয়েছে তারা যেন সমাজের মানুষের জন্য বাউল গানের মাধ্যমে মানুষকে আনন্দ বিনোদনের মাধ্যমে ধর্মীয় কথাবার্তা শুনিয়ে ভালোর দিকে দিক নিদর্শন দেন। কোনভাবেই যেন ধর্মীয় বিরোধী ও উস্কানিমূলক কথা প্রকাশ না পায় এবং কোন অশ্লীলতা যেন না শোনা যায়। সৎ এবং সঠিক পথে আপনাদের কার্যক্রম চালিয়ে যাবেন এত যতটুকু সহযোগিতা দরকার আমার পক্ষ থেকেও এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদের জন্য থাকবে। এবং কোনভাবেই যেন কোন রকম অসামাজিক কার্যক্রম যাতে না শোনা যায় সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন ।আপনাদেরকে এখানে অবস্থান দেওয়ার জন্য যেন আমার বদনাম না হয়।

উপস্থিত ছিলেন একতা বাউল শিল্পী গোষ্ঠী একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতি ঝর্ণা সরকার, মোঃ সাইফুল ইসলাম হানিফ মোঃ হারেস উদ্দিন মালেক সরকার , মোহাম্মদ মানিক সরকার ,এম এ ইমরান দেওয়ান, মাসুদ সাহেব ,চানমিয়া দেওয়ান, মোহাম্মদ বাবুল সরকার এবং অনেকেই।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা