May 2, 2024, 2:32 pm
সর্বশেষ:
মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দুদকের পরিচালক থেকে মহাপরিচালক পদে পদন্নোতি পেলেন শিরিন পারভীন উপজেলা পরিষদ নির্বাচন মন্ত্রী–এমপিদের চাপে মাঠ প্রশাসন,  স্পিকারকে চিঠি দেবে ইসি মেঘনায় পাকের ঘরে রাতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা মেঘনায় ফেসবুক ‘ফেক’ আইডির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে অনিয়মের সত্যতা পেয়েছে দুদক মহিলা ভাইস চেয়ারম্যান পদে হেট্ট্রিক করতে ভোটারের দ্বারেদ্বারে শিরিন মেঘনায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় জনাকীর্ণ কমিউনিটি ক্লিনিক ভবনে চলছে কার্যক্রম

সিলেটে অটোরিকশা ধর্মঘটে যাত্রীদের দুর্ভোগ

২১ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

সিএনজিচালিত অটোরিকশায় গ্রিল (লোহার দরজা) সংযোজনের সিদ্ধান্ত বাতিলসহ পাঁচ দফা দাবিতে সিলেট জেলায় চলমান ৪৮ ঘণ্টার ধর্মঘটের শুরুর দিনে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

সোমবার (২১ ডিসেম্বর) সকাল থেকে নগরীর সব কয়টি মোড়সহ জেলার বিভিন্ন সড়কে অবস্থান নেন অটোরিকশার শ্রমিকরা। সিএনজি অটোরিকশা চললেই বাধার সৃষ্টি করেন তারা। ফলে দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ মানুষ।

অটোরিকশা না থাকায় নগরীতে রিকশাচালকরা ভাড়া বাড়িয়ে দেন। ন্যূনতম দূরত্ব অতিক্রম করতেও অতিরিক্ত ভাড়া হাঁকেন তারা। ফলে অনেককে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-চট্ট-৭০৭) ও সিলেট জেলা অটোরিকশা/অটোটেম্পু শ্রমিক জোটের (রেজি. নং-চট্ট-২০৯৭) সমন্বয়ে গঠিত ঐক্য পরিষদের ডাকে ধর্মঘট পালন করছেন শ্রমিকরা।

সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকারিয়া আহমদ বলেন, ঢাকা, চট্টগ্রাম ছাড়া অধিকাংশ জেলায় সিএনজিতে গ্রিল নেই। গ্রিল সংযোজনের সিদ্ধান্ত বাতিল মীমাংসিত বিষয়। এরপরও এটি চাপিয়ে দেওয়া হচ্ছে। এটিসহ পাঁচ দফা দাবিতে তারা ধর্মঘট করছেন। দাবি আদায় না হলে আগামী ২৩ ডিসেম্বর সভা শেষে সিলেট মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করা হবে বলেও জানান তিনি।

এদিকে, সিলেটের সব পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল থেকে সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় ‘বৃহত্তর সিলেট পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের’ ডাকে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট শুরু হবে। এর ফলে টানা চারদিনের পরিবহন ধর্মঘটের কবলে পড়বে পুরো সিলেট অঞ্চল।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা