January 22, 2025, 9:58 am

পার্শ্ববর্তী কুমিল্লা জেলার সন্ত্রাসী হামলায় গজারিয়ার ১০ জন আহত

২২ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে নদীতে ছোপ দেওয়াকে কেন্দ্র করে পার্শ্ববর্তী কুমিল্লা জেলার সন্ত্রাসী হামলায় গজারিয়ার ১০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। জানাযায়, মঙ্গলবার সন্ধ্যায় জেলার পার্শ্ববর্তী কুমিল্লা জেলার মেঘনা থানার ওরিপুর গ্রামের চিহ্নিত সন্ত্রাসী টুক্কু ও আনারের নেতৃত্বে ট্রলার যোগে প্রায় শতাধিক লোকজন দেশী অস্ত্র নিয়ে বালুয়াকান্দি ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের ভিতর প্রবেশ করে সন্ত্রাসী হামলায় চালায়। এতে আব্দুলপুর গ্রামের ফজলুর রহমান (৫৫), বজলুর রহমান (৫২), আক্তার, ফয়সাল, নাজমুল, নাহিম, জয়সহ ১০জন আহত হয়েছে।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে টেটা বিদ্ধ ফজলুর রহমান ও বজলুর রহমান দুই সহোদর কে গুরুতর আহত অবস্থায় ঢামেকে প্রেরণ করেন। এদিকে বালুয়াকান্দি ইউপি চেয়ারম্যান শহিদুজ্জামান জুয়েল সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নদীতে ছোপ দেওয়াকে কেন্দ্র করে পার্শ্ববর্তী থানার ওরিপুর গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বিকালে আবদুলা পুর গ্রামে প্রবেশ করে এ হামলা করে। এবিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো রইছ উদ্দিন জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা