April 8, 2025, 8:21 am
সর্বশেষ:
ভুয়া মুক্তিযোদ্ধা সনদে ৩৮-৪৩ তম বিসিএস উত্তীর্ণদের সত্যতা পেয়েছে দুদক মজলুম গাজাবাসীর পাশে দাঁড়ান,সন্ত্রাসী ইসরাইলকে বয়কট করুন কেন্দ্রের অনুমতি ছাড়া কুমিল্লা বিভাগে বিএনপির কোনো নেতাকর্মীকে বহিষ্কার করা যাবেনা   উশু ফেডারেশনের সহ-সভাপতি হলেন ড. নুরুজ্জামান ‎মেঘনায় জাতীয়  ক্রীড়া দিবসে আলোচনা সভা   টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ হচ্ছে ৩২৯ উপজেলায় অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে দেখতে হাসপাতালে যান নাজিমুদ্দিন মোল্লা ইউপি চেয়ারম্যান কর্তৃক ওয়ারিশ সনদ প্রতারণার শিকার হয়ে যুবকের জীবন অন্ধকারে ঈদের আনন্দ নেই নলচরে, সম্প্রীতি ফিরিয়ে আনা জরুরি জেলা প্রশাসকদের ১২ দফা নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা

যেভাবে হয়েছিল সালমান-ক্যাটরিনার প্রথম দেখা

২৩ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বলিউডের জনপ্রিয় জুটি সালমান খান ও ক্যাটরিনা কাইফ। বেশ কয়েকটি সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন। বলিপাড়ায় তাদের প্রেম নিয়েও চর্চা হয়। কিন্তু তাদের প্রথম দেখার গল্পটি অনেকেরই অজানা।

এক সাক্ষাৎকারে সালমানের সঙ্গে প্রথম দেখার ঘটনা জানিয়েছেন ক্যাটরিনা। সেটি এতটাই মজার ছিল যে, এই অভিনেত্রী নাকি কখনোই তা ভুলবেন না। তিনি জানান, ‘দাবাং’ অভিনেতার বোন আলভিরা খান তার খুব ভালো বন্ধু। সালমানের এক জন্মদিনে তাকে আমন্ত্রণ জানায় আলভিরা। সেই সময় সালমান সম্পূর্ণ খালি গায়ে ছিল। তাকে দেখেই হেসে ওঠেন ক্যাটরিনা।

ক্যাটরিনার সঙ্গে প্রথম দেখা প্রসঙ্গে সালমান জানান, গোসল সেরে মাত্রই ঘরে প্রবেশ করেছিলেন তিনি। এছাড়া জানতেন না ঘরে মেহমান ছিল। তিনি বলেন, ‘এটা ছোটখাটো একটা গেট টুগেদারের মতো ছিল। সে একটি পার্টিতে এসেছিল এবং তখন মনে হয়েছে, আমার দেখা সবচেয়ে মিষ্টি মেয়ের মধ্যে সে একজন। আমার বোন এবং বন্ধুদের সে চিনত কিন্তু আমাকে না।’

সেই থেকেই সালমান-ক্যাটরিনার বন্ধুত্বের শুরু। গত বছর এক সাক্ষাৎকারে ক্যাটরিনা বলেন, ‘এটি এমন একটি বন্ধুত্ব, যা ১৬ বছর ধরে টিকে আছে, সে প্রকৃত বন্ধু। প্রয়োজনে সবসময়ই তাকে পাশে পাবেন। হয়তো সে সবসময় সঙ্গে থাকবে না। কিন্তু বিপদে তিনি বন্ধুদের পাশে থাকেন।’

‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’ সিনেমায় প্রথম একসঙ্গে অভিনয় করেন সালমান-ক্যাটরিনা। ২০০৫ সালে মুক্তি পায় সিনেমাটি। এরপর ‘পার্টনার’, ‘যুবরাজ’ সিনেমায় জুটি বাঁধেন। ‘আজব প্রেম কি গজব কাহানি’ সিনেমা করতে গিয়ে রণবীর কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান ক্যাটরিনা। ফলে সালমানের সঙ্গে সম্পর্কে ফাটল ধরে। অবশ্য এর মাঝে ২০১২ সালে ‘এক থা টাইগার’ সিনেমায় জুটি বাঁধেন তারা। ২০১৭ সালে ‘টাইগার জিন্দা হ্যায়’ এবং ২০১৯ সালে ‘ভারত’ সিনেমায় আবার দেখা যায় সালমান-ক্যাটরিনা জুটিকে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা