• শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন তারেক রহমান ফরম–‘ক’ অনুযায়ী বৃক্ষ কর্তনের অনুমতির আবেদন বাধ্যতামূলক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের টানা উত্তরাঞ্চল সফর শুরু ১১ জানুয়ারি কৃষিজমির উপরি-স্তর কাটলে জেল-জরিমানা ঘুষের ১ লাখ ২০ হাজার টাকাসহ প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আটক মেঘনার সন্তান, কেন্দ্রে তাঁর রাজনীতি পঞ্চগড়ে সোলার স্ট্রিট লাইট প্রকল্পে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান কর প্রশাসনে ডিজিটাল রূপান্তর বিষয়ে বিসিএস একাডেমিতে ক্লাস নষ্ট উপজেলা মেঘনা : নষ্টালজিক উন্নয়ন আর হারিয়ে যাওয়া মানুষের গল্প

যেভাবে হয়েছিল সালমান-ক্যাটরিনার প্রথম দেখা

নিজস্ব সংবাদ দাতা / ১৫২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০

২৩ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বলিউডের জনপ্রিয় জুটি সালমান খান ও ক্যাটরিনা কাইফ। বেশ কয়েকটি সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন। বলিপাড়ায় তাদের প্রেম নিয়েও চর্চা হয়। কিন্তু তাদের প্রথম দেখার গল্পটি অনেকেরই অজানা।

এক সাক্ষাৎকারে সালমানের সঙ্গে প্রথম দেখার ঘটনা জানিয়েছেন ক্যাটরিনা। সেটি এতটাই মজার ছিল যে, এই অভিনেত্রী নাকি কখনোই তা ভুলবেন না। তিনি জানান, ‘দাবাং’ অভিনেতার বোন আলভিরা খান তার খুব ভালো বন্ধু। সালমানের এক জন্মদিনে তাকে আমন্ত্রণ জানায় আলভিরা। সেই সময় সালমান সম্পূর্ণ খালি গায়ে ছিল। তাকে দেখেই হেসে ওঠেন ক্যাটরিনা।

ক্যাটরিনার সঙ্গে প্রথম দেখা প্রসঙ্গে সালমান জানান, গোসল সেরে মাত্রই ঘরে প্রবেশ করেছিলেন তিনি। এছাড়া জানতেন না ঘরে মেহমান ছিল। তিনি বলেন, ‘এটা ছোটখাটো একটা গেট টুগেদারের মতো ছিল। সে একটি পার্টিতে এসেছিল এবং তখন মনে হয়েছে, আমার দেখা সবচেয়ে মিষ্টি মেয়ের মধ্যে সে একজন। আমার বোন এবং বন্ধুদের সে চিনত কিন্তু আমাকে না।’

সেই থেকেই সালমান-ক্যাটরিনার বন্ধুত্বের শুরু। গত বছর এক সাক্ষাৎকারে ক্যাটরিনা বলেন, ‘এটি এমন একটি বন্ধুত্ব, যা ১৬ বছর ধরে টিকে আছে, সে প্রকৃত বন্ধু। প্রয়োজনে সবসময়ই তাকে পাশে পাবেন। হয়তো সে সবসময় সঙ্গে থাকবে না। কিন্তু বিপদে তিনি বন্ধুদের পাশে থাকেন।’

‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’ সিনেমায় প্রথম একসঙ্গে অভিনয় করেন সালমান-ক্যাটরিনা। ২০০৫ সালে মুক্তি পায় সিনেমাটি। এরপর ‘পার্টনার’, ‘যুবরাজ’ সিনেমায় জুটি বাঁধেন। ‘আজব প্রেম কি গজব কাহানি’ সিনেমা করতে গিয়ে রণবীর কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান ক্যাটরিনা। ফলে সালমানের সঙ্গে সম্পর্কে ফাটল ধরে। অবশ্য এর মাঝে ২০১২ সালে ‘এক থা টাইগার’ সিনেমায় জুটি বাঁধেন তারা। ২০১৭ সালে ‘টাইগার জিন্দা হ্যায়’ এবং ২০১৯ সালে ‘ভারত’ সিনেমায় আবার দেখা যায় সালমান-ক্যাটরিনা জুটিকে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন