January 22, 2025, 7:26 pm
সর্বশেষ:
স্বাধীন সাংবাদিকতার জন্য আজম্ম লড়াই চালিয়ে যাব: মাহমুদুর রহমান ‘পাতী নেতা’ও ‘ছারপোকা’ শহীদ পরিবারের রক্তের দাম ৫ লাখ টাকা হলে ’২৪–এর চেতনা দীর্ঘস্থায়ী হবে না কুমিল্লাসহ তিন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের ওএসডি, নতুন নিয়োগ মেঘনায় তারুণ্যের উৎসবে স্থানীয় বিএনপির নেতাদের উপস্থিতি নেই কেন? ইসরাইলি নিরাপত্তা মন্ত্রিসভায় যুদ্ধবিরতি অনুমোদন নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা, আ.লীগ নেতা কারাগারে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রমিজ উদ্দিন লন্ডনীর সাথে সেলিম ভুইয়ার ভুল বুঝাবুঝির অবসান করতে হবে : জালাল আহমেদ

একসঙ্গে ১৪ জোড়া যৌতুকবিহীন বিয়ে

২৯ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় একই দিনে ১৪ জোড়া যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) খ্রিস্টান ধর্মের রীতিনীতি অনুসারে এই বিয়ে সম্পন্ন হয়েছে।

পঞ্চগড়, ঠাকুরগাঁও, রুহিয়া ও আটোয়ারীসহ বিভিন্ন স্থান থেকে আসা নব দম্পতিদের রুহিয়া ক্যাথলিক চার্চের যাজক ফাদার অন্তনী সেন তাদের এ বিয়ে দেন। পরে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে তাদের বিয়ে রেজিস্ট্রেশন করা হয়। নব দম্পতিরা হলেন, ঠাকুরগাও সদর উপজেলার লুকাশ দাসের সাথে আটোয়ারী উপজেলার আখি আগ্নেশ দাস, ঠাকুরগাঁও সদর উপজেলার মাইকেল ফিলিপ রায়ের সাথে ঠাকুরগাঁও সদর উপজেলার স্বপ্না লেট্রিশিয়া দাস, আটোয়ারী উপজেলার সুজন পোল দাসের সাথে আটোয়ারী উপজেলার স্মৃতি দাস, ঠাকুরগাঁও সদর উপজেলার সন্তোষ দাসের সাথে ঠাকুরগাঁও সদর উপজেলার পাপড়ি অগাস্টিন, রুহিয়া মধুপুরের রাফায়েল দাসের সাথে আটোয়ারী উপজেলার কলি বোজলিন দাস, আটোয়ারী উপজেলার মিখায়েল আষারু এর সাথে আটোয়ারী উপজেলার বনা যাচিন্তা দাস, ঠাকুরগাঁও সদর উপজেলার জীবন মাইকেল দাসের সাথে আটোয়ারী উপজেলার ইতি দাস, ঠাকুরগাঁও সদর উপজেলার রাফায়েল দাসের সাথে আটোয়ারী উপজেলার লিপি দাস, আটোয়ারী উপজেলার গাব্রিয়েল কৈলাস দাসের সাথে ঠাকুরগাঁওয়ের জনতা যোসপিনা দাস, ঠাকুরগাঁও সদর উপজেলার স্বপন দাসের সাথে আটোয়ারী উপজেলার রুমি দাস, আটোয়ারী উপজেলার প্রফুল্ল দাস সাথে পঞ্চগড় জেলার রনিতা দাস,বরিশাল জেলার সুমন মন্ডল সাথে আটোয়ারী উপজেলা পূর্ণিমা দাস, সদর উপজেলার মানুয়েল দাসের সাথে সদর উপজেলা শিউলি দাস এবং আটোয়ারী উপজেলার সুজন জেমস দাসের সাথে বালিয়াডাঙ্গী উপজেলার শম্পা যাচিন্তা দাস। এ ব্যাপারে রুহিয়া ক্যাথলিক চার্চের ধর্মযাজক ফাদার অন্তনী সেন বলেন, আজ ১৪ জোড়া বিয়ে সম্পন্ন করা হয়েছে। খ্রিস্টান সম্প্রদায়ের এসব বিয়ে যৌতুকবিহীন। আমি তাদের জীবনের সফলতা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা