April 8, 2025, 8:40 am
সর্বশেষ:
মুগারচর কে আলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ভুয়া মুক্তিযোদ্ধা সনদে ৩৮-৪৩ তম বিসিএস উত্তীর্ণদের সত্যতা পেয়েছে দুদক মজলুম গাজাবাসীর পাশে দাঁড়ান,সন্ত্রাসী ইসরাইলকে বয়কট করুন কেন্দ্রের অনুমতি ছাড়া কুমিল্লা বিভাগে বিএনপির কোনো নেতাকর্মীকে বহিষ্কার করা যাবেনা   উশু ফেডারেশনের সহ-সভাপতি হলেন ড. নুরুজ্জামান ‎মেঘনায় জাতীয়  ক্রীড়া দিবসে আলোচনা সভা   টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ হচ্ছে ৩২৯ উপজেলায় অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে দেখতে হাসপাতালে যান নাজিমুদ্দিন মোল্লা ইউপি চেয়ারম্যান কর্তৃক ওয়ারিশ সনদ প্রতারণার শিকার হয়ে যুবকের জীবন অন্ধকারে ঈদের আনন্দ নেই নলচরে, সম্প্রীতি ফিরিয়ে আনা জরুরি

নতুন মহিলা কারাগারে যা থাকছে

৩১ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

দেশের দ্বিতীয় মহিলা কারাগার নির্মিত হয়েছে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে। এখানে রাখা হবে বিচারাধীন ও সাজাপ্রাপ্ত বন্দিদের। বিভিন্ন অপরাধে জড়িত নারী বন্দির সংখ্যা বিবেচনায় এবং ঢাকাসহ সারাদেশের নারী বন্দিদের সুবিধার জন্য বিশেষ কেন্দ্রীয় কারাগারটি নির্মাণ করা হয়েছে।

কারা সূত্র বলছে, কারাগারটি উদ্বোধন করা হলেও করোনাভাইরাসের প্রকোপের কারণে আপাতত বন্দি রাখা হবে না। দেশে স্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি না হওয়া পর্যন্ত এ কারাগারে কোনও বন্দি না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পৃথক সেলে যাতে বন্দির শ্রেণিবিন্যাস করে রাখা যায় সেজন্য আলাদা ভবন নির্মাণ করা হয়েছে। নতুন মহিলা কারাগারে মোট ৯টি ভবন রয়েছে। একটি ভবনের নাম বেগম রোকেয়া বন্দি ব্যারাক। যা কারাগারের প্রধান ভবন। এতেই সবচেয়ে বেশি বন্দি রাখা হবে। ৪ তলা বিশিষ্ট এ ভবনে মোট ১২টি ওয়ার্ড রয়েছে।

কারা সূত্র আরো জানায়, আরেকটি ভবন হচ্ছে ইলা মিত্র সেন ভবন। নতুন কারাগারটিতে ১২ জন ডিভিশনপ্রাপ্ত (প্রথম শ্রেণির বন্দি) রাখা হবে। যার নাম দেওয়া হয়েছে সুলতানা রাজিয়া ভবন। যেখানে ৪টি সেলে সর্বোচ্চ ৩ জন করে নারী বন্দি রাখার ব্যবস্থা রয়েছে। ডা. কাদম্বিনী মেডিক্যাল ভবন বা কারা হাসপাতাল, কারাবন্দিদের চিকিৎসার জন্য ৩ তলা বিশিষ্ট এ হাসপাতালটি নির্মাণ করা হয়েছে। প্রীতিলতা কিশোরী ভবনে কিশোর অপরাধ করে কারাগারে যাওয়া কিশোরীদের রাখা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা