May 3, 2024, 7:05 am
সর্বশেষ:
মেঘনায় উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দুদকের পরিচালক থেকে মহাপরিচালক পদে পদন্নোতি পেলেন শিরিন পারভীন উপজেলা পরিষদ নির্বাচন মন্ত্রী–এমপিদের চাপে মাঠ প্রশাসন,  স্পিকারকে চিঠি দেবে ইসি মেঘনায় পাকের ঘরে রাতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা মেঘনায় ফেসবুক ‘ফেক’ আইডির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে অনিয়মের সত্যতা পেয়েছে দুদক মহিলা ভাইস চেয়ারম্যান পদে হেট্ট্রিক করতে ভোটারের দ্বারেদ্বারে শিরিন মেঘনায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

তিতাসে ডাকাত সন্ধেহে যুবককে পিটিয়ে হত্যা

৫ মার্চ ২০২১, বিন্দুবাংলা টিভি. কম,
এমএ কাশেম ভূঁইয়া :
কুমিল্লার তিতাসে ডাকাত  সন্দেহে   পিটিয়ে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।
উপজেলার মজিদপুর ইউনিয়নের নতুন বাটেরা গ্রামে গতকাল রাতে এ ঘটনা ঘটে।
নিহত মো. আরিফ হোসেন (২৫) দাউদকান্দি পৌরসভার সবজিকান্দি গ্রামের বজলুর রহমানের ছেলে।
আরিফের পরিবার জানায়, বৃহস্পতিবার রাতে আরিফ তিতাসের নতুন বাটেরা গ্রামে ব্যবসায়িক পাওনা টাকা চাইতে গেলে সেই গ্রামের কয়েকজন যুবক মিলে সন্দেহবশত পিটিয়ে গুরতর আহত করে। রাতেই তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।
নিতহের নিকটাত্মীয় মাজহারুল ইসলাম দাবি করেন, আরিফকে বিনা কারণে কিছু উচ্ছৃঙ্খল ও দুর্বৃত্তপরায়ন ব্যক্তিরা শরীরের বিভিন্নস্থানে গুরতর আঘাত করে মেরে ফেলেছে। তিনি প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার করে পরিকল্পিত হত্যার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করেন।
এদিকে থানা পুলিশসহ একাধিক সূত্র জানায়, আরিফ নতুন বাটেরা গ্রামের দুবাই প্রবাসী মোক্তার হোসেনের স্ত্রী ও গজারিয়া উপজেলার চরচাষী গ্রামের এনাম হোসেনের মেয়ে ৩সন্তানের জননী মৌসুমী আক্তার প্রকাশ সুমির সাথে তার পরকিয়া ছিলো। বৃহস্পতিবার সন্ধ্যায় সুমির সাথে দেখা করতে গেলে ওই গ্রামের ডাকাত পাহারাদার যুবকেরা ডাকাত সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করে।
আজ শুক্রবার সকালে খবর পেয়ে তিতাস থানা পুলিশ লাশ উদ্ধার করে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দুপুরে লাশ ময়না তদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলজে মর্গে পাঠানো হয়েছে।
তবে এখনো কোন মামলা রুজু হয়নি।
তিতাস থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা