৮ মার্চ ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে খলিলুর রহমান (৫০) নামের এক পোস্টম্যানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে ৬ টায় রুহিয়ার রাজাগাঁও ইউনিয়নের পাটিয়াডাঙ্গী বাজারের পাশে একটি মরিচ ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত ব্যক্তি সদর থানার শিবগঞ্জ পোস্ট অফিসে পোস্টম্যানের দায়িত্ব পালন করতেন। তিনি মলানখুরী গ্রামের মৃত গফুর আলীর ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, রোববার অফিস থেকে বাসায় ফিরে পাশের পাটিয়াডাঙ্গী বাজারে যান খলিল। গভীর রাত হলেও বাড়ি না ফেরায় তাকে খুঁজতে বের হন পরিবারের লোকজন। এক সময় ওই মরিচ ক্ষেতে তার মরদেহ দেখতে পাওয়া যায়।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্তরঞ্জন রায় বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।