২০ মার্চ ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,
মোঃ আকতারুল ইসলাম আক্তার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা ম্যারাথন ২০২১ অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থীসহ প্রায় ২ হাজার মানুষ অংশগ্রহণ করেন। মুজিব বর্ষ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে ঢাকা ম্যারাথন ২০২১ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (০৯মার্চ) সকালে ম্যারাথনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন।
এসময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক কে.এম. কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেনসহ অনেকে।
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা সহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন এই ম্যারাথনে। ম্যারাথনটি বড় মাঠ থেকে শুরু হয়ে ২ কিলোমিটার অতিক্রম করে মুজিব চত্বরে গিয়ে শেষ হয়।
ম্যারাথন শেষে, মুজিব বর্ষ চত্বরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, উপজেলা চেয়ারম্যান অরুনাংশ দত্ত টিটো, নবনির্বাচিত মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন। এতে ৭ জন তরুন ও ৩ জন তরুনী প্রথম ১০শে থাকায় স্মারক পুরস্কার প্রদান করা হয়।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।