২ এপ্রিল ২০২১,বিন্দুবাংলা টিভি. কম, স্টাফ রিপোর্টার : আজ কুমিল্লায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৯২ জন ও মৃত্যু হয় ৫জন। মৃত ৫ জনই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের। কুমিল্লা সিভিল সার্জন সূত্রে এ তথ্য জানা যায়। মৃতরা হলেন সিটিতে ০২ (পুরুষ,৬৪বছর, মহিলা,৫৫বছর),বরুড়া উপজেলায় ০১ (মহিলা, ৬৫ বছর)
লালমাই-উপজেলায় ০১ (পুরুষ, ৫৫ বছর)
হোমনা উপজেলায় ০১ (মহিলা, ৬৮ বছর) জন এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৯৬ জন। আক্রান্তরা হলেন সিটিতে ৭৮ জন । নাঙ্গলকোট উপজেলায় ৩ জন,লালমাই উপজেলায় ২ জন, লাকসাম উপজেলায় ২,জন, বরুড়া উপজেলায় ২জন,মুরাদনগর উপজেলায় ১জন, সদর দক্ষিণ উপজেলায় ১ জন চান্দিনা উপজেলায় ১জন, দেবিদ্বার উপজেলায় ১জন চৌদ্দগ্রামউপজেলায় ১ জন এ নিয়ে মোট আক্রান্ত ১০,০০২ জন। সর্বমােট_সুস্থ: ৯০৪৫ জন।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।