৭এপ্রিল ২০২১,বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :
করোনায় আক্রান্ত হয়েছেন কুমিল্লার সিভিল সার্জন মীর মোবারক হোসাইন। রোববার তার করোনা শনাক্ত পরীক্ষার ফল পজিটিভ আসে। কুমিল্লার সরকারি বাসভবনে আইসোলোসনে আছেন তিনি।
সিভিল সার্জনের করোনা আক্রান্তের খবরটি আজকের কুমিল্লা কে নিশ্চিত করেছেন তার অফিসের মেডিক্যাল কর্মকর্তা সৌমেন রায়। তিনি জানান, রোববার থেকে সিভিল সার্জন বাসায় আছেন।
সিভিল সার্জন মীর মোবারক হোসাইন জানান, তিনি এখন বাসায় আছেন। এবং শারীরিকভাবে বেশ দুর্বল।
মীর মোবারক হোসাইনের পরিবর্তে সিভিল সার্জনের দায়িত্ব পালন করছেন ডেপুটি সিভিল সার্জন শাহাদাৎ হোসেন।
ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাৎ হোসেন জানান, সিভিল সার্জন ফোনে নির্দেশনা দিচ্ছেন। সে অনুযায়ী স্বাস্থ্য বিভাগের কাজ পরিচালনা করছি।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।