May 2, 2024, 1:46 pm
সর্বশেষ:
মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দুদকের পরিচালক থেকে মহাপরিচালক পদে পদন্নোতি পেলেন শিরিন পারভীন উপজেলা পরিষদ নির্বাচন মন্ত্রী–এমপিদের চাপে মাঠ প্রশাসন,  স্পিকারকে চিঠি দেবে ইসি মেঘনায় পাকের ঘরে রাতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা মেঘনায় ফেসবুক ‘ফেক’ আইডির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে অনিয়মের সত্যতা পেয়েছে দুদক মহিলা ভাইস চেয়ারম্যান পদে হেট্ট্রিক করতে ভোটারের দ্বারেদ্বারে শিরিন মেঘনায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় জনাকীর্ণ কমিউনিটি ক্লিনিক ভবনে চলছে কার্যক্রম

‘তরমুজ’ দাম কি আসে যায় “ইফতারে মজা পাই”

২৭ এপ্রিল ২০২১,বিন্দুবাংলা টিভি. কম, স্টাফ রিপোর্টার :  পিচ হিসেবে কৃষকের নিকট  তরমুজ কিনে কেজিতে বিক্রি করছে ফলের বাজার গুলো। পার পিচ তরমুজ ৭০-৯০ টাকা কিনে বাজারে সংকট তৈরি করে কেজিতে বিক্রি করে অধিক মুনাফা করছেন  এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। সারা বাংলাদেশেই তরমুজ এর এই ডাকাতির হিড়িক  সামাজিক যোগাযোগ মাধ্যমে ও অনেক লেখালেখি এবার কেউ কেউ ট্রল করেছেন। আজ মঙ্গলবার তরমুজের কয়েকটি বাজার পরিদর্শনে গিয়ে দেখতে পাওয়া যায় তুলকালাম কান্ড। সিদ্ধিরগঞ্জ চিটাগাং রোড বড় বাজার, ঢাকা – চট্রগ্রাম মহাসড়কের পাশে তাই লোকসমাগম অনেক বলতে গেলে উপচেপড়া ভীড়। নাজিমুদ্দিন ( ছদ্ধনাম)  এক ক্রেতা তরমুজ বিক্রেতাকে অনেক বার বললেন ভাই দাম কত? বিক্রেতা মাথা অন্যদিকে সরিয়ে রাখছেন, তেমন একটা পাত্তাই দিচ্ছেননা ক্রেতাকে এক পর্যায়ে তরমুজ বিক্রেতা নিজেকে খুব ঝামেলায় আছে এমন ভাব দেখিয়ে বলেন কি ভাই বলেন?  ক্রেতা বললো দাম কত?  কোনটা নিবেন দেখেন ৭০ টাকা কেজি সব ভালো তরমুজ যেইটা খুশি নেন। এ দিকে পাশেই এক ভদ্রলোক কাচা বাজার শেষ করে তরমুজের দোকানে আসেন সেই ক্রেতাকে বলেন ভাই তরমুজ না খেলে কি মরে যাবেন, বাদ দেন খাইয়েননা, মগের মুল্লুকে বাস করি পিচে কিনে কেজিতে বিক্রি মানুষের রক্তচোষার সিমা থাকে। ঐ বিক্রেতা মাথা নিচু করে বলে না নিলে না নেন ভাই। ক্রেতা নাজিমুদ্দিন বললেন ইফতার এর সময় খাইতে ভালো লাগে তাই নিতে চাইছিলাম এই বলে একটা তরমুজ নিলেন ৪৭০ টাকায়। গতকাল দেখা গেছে কিছু জায়গায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেছেন সচেতন মহল সাধুবাদ দিতে দেখা গেছে। রমজান মাসে এই ধরনের পদ্ধতি নতুন নয় তবে নিয়ন্ত্রণ থাকতে হবে। বাজার মনিটরিং ব্যবস্থা জোর দার করে জনগণকে কিছু টা হলেও স্বস্তি দিতে আবেদন সচেতন মহলের।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা