১২ মে,২০২১,বিন্দুবাংলা টিভি. কম, স্টাফ রিপোর্টার : মহামারির মধ্যে অভাব-অনটন, বেকারত্ব ও দুর্দশাগ্রস্ত প্রায় আড়াইশ সাংবাদিকের হাতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন -বিএফইউজের উদ্যোগ এবং গণস্বাস্থ্য ও এম এ হাসেম ফাউন্ডেশনের সহায়তায় খাদ্য ও ঈদ সামগ্রী দেওয়া হয়। পূর্বের ন্যায় আজ ও জাতীয় প্রেসক্লাবে এ উপহার দিলেন। এ সময় উপস্থিত ছিলেন বিএফইউজে-বাংলাদেশ এর সভাপতি এম আব্দুল্লাহ, মহাসচিব নুরুল আমিন রোকন, নির্বাহী সদস্য জাকির হোসেন সহ বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ। এ সময় এম আব্দুল্লাহ ডা. জাফরুল্লাহ চৌধুরী, হাসেম ফাউন্ডেশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এ প্রক্রিয়ায় জড়িত অন্যান্য বন্ধুদের প্রতিও ধন্যবাদ। তিনি বলেন পরিবহন সমস্যার কারণে ঢাকার বাইরের বন্ধুদের জন্য কিছু করতে না পারার কষ্ট রয়ে গেল। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।