• মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমিল্লায় জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আচরণবিধি সভা আগামীকাল স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয়ে ডিসিকে হোয়াটসঅ্যাপে বিভ্রান্তিকর তথ্য: প্রতারক গ্রেফতার মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন মাতারবাড়ীসহ নতুন তিন থানার প্রস্তাব অনুমোদন তিতাসে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার মেঘনায় নতুন ভবনে সাব-রেজিস্ট্রার কার্যালয়ের কার্যক্রম শুরু দাউদকান্দিতে বিএনপির সভায় প্রধান অতিথি তারেক রহমান কুমিল্লা -১ (দাউদকান্দি -মেঘনা) – কুমিল্লা -২ (হোমনা -তিতাস) সংসদীয় আসন বহাল দাউদকান্দিতে মঙ্গলবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, কাল প্রতীক বরাদ্দ

বিয়ে ও চাকরির প্রলোভনে কিশোরীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৪

নিজস্ব সংবাদ দাতা / ১১৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৬ জুন, ২০২১

১৬ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

পোশাক কারখানায় চাকরি দেওয়ার কথা বলে এক কিশোরীকে নয় দিন ধরে জিম্মি রেখে ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার (১৫ জুন) রাতে নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো জসিম উদ্দিন (২৭), নুরুল আজিম (২৮), জাবের আহাম্মদ (৪৮) এবং মোহাম্মদ নবী (২২)। এদের মধ্যে জাবের নগরীর আশরাফ আলী রোড এলাকার বাসিন্দা। বাকি তিনজনের বাড়ি বাঁশখালী উপজেলায়।

র‌্যাবের-৭ চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার বলেন, ‘বাঁশখালীর এক কিশোরী ৭ জুন থেকে নিখোঁজ ছিল। তার বাবা গত ১৩ জুন এসে র‌্যাবের কাছে অভিযোগ করেন যে তার মেয়েকে ইপিজেডের গার্মেন্টেসে চাকরির প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে নিয়ে গিয়ে কোথাও জিম্মি করে রেখেছে একটি চক্র। মেয়েটিকে কোথাও পাওয়া যাচ্ছে না। র‌্যাব সদস্যরা বিভিন্ন মাধ্যমে খবর নিয়ে গত ১৫ জুন রাতে শাহ আমানত সেতু এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করা হয়’।

তিনি বলেন, ‘গ্রেপ্তার জসিম মেয়েটিকে ওই বাসায় এনে আটকে রাখে। সেখানে জসিম এবং অন্যরা মিলে প্রতিদিন পালাক্রমে ধর্ষণ করে ওই কিশোরীকে। উদ্ধারের পর ওই কিশোরী জানিয়েছেন, চাকরি দেওয়ার পাশাপাশি বিয়ের প্রলোভন দেখায় জসিম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার চারজন ধর্ষণের কথা স্বাকার করেছে। তাদের বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন