July 11, 2025, 12:32 am
সর্বশেষ:
তারেক রহমানের নির্দেশে ফুলগাজীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মেঘনার ব্রাহ্মণচর নোয়াগাঁও আলিম মাদ্রাসার ফলাফলের করুণ চিত্র: দলীয়করণ ও দলাদলির বলি শিক্ষার্থীরা মেঘনায় এসএসসির ফলাফলে  শীর্ষে সাহেরা লতিফ বালিকা বিদ্যালয়, সরকারি স্কুলের ফলাফলে হতাশা মেঘনায় মোড়ে মোড়ে কিশোর গ্যাং: স্থানীয় গডফাদারদের মদদে অপরাধে ব্যবহৃত হচ্ছে কিশোররা ঝুঁকিপূর্ণ সেতুতে বাল্কহেড আটকে জরিমানা ৩০ হাজার টাকা মেঘনায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান এখন সময়ের দাবি গণমাধ্যম কর্মী : নতজানুতা বনাম সততা মেঘনা উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদ দলের গঠন তন্ত্র অনুযায়ী করা হয়েছে : আক্তারুজ্জামান সরকার অভিযোগহীন অপরাধ: প্রশাসন জানে, তবুও নীরব কেন? জল ঘোলায় রিজিক মেলায় যারা, তারা বিপথগামী, উত্তরণের পথ এখনই জরুরি

২৪ মিনিটে বিমানবন্দর থেকে কমলাপুর

১৭ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বিমানবন্দর থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত হচ্ছে দেশের প্রথম পাতাল রেলপথ। ম্যাস র‌্যাপিড ট্রানজিট লাইন-১ বা এমআরটি লাইন-১ নামে পরিচিত এই প্রকল্পের কাজ শেষ হলে বিমানবন্দর থেকে কমলাপুরে যেতে সময় লাগবে ২৪ মিনিট ৩০ সেকেন্ড।

১৯ দশমিক ৮৭ কিলোমিটার পথে থাকবে ১২টি স্টেশন। এর একটি অংশ যাচ্ছে নতুন বাজার থেকে পূর্বাচলে। ১১ দশমিক ৩৬ কিলোমিটার এই অংশটি হবে উড়াল। এখানে থাকবে সাতটি স্টেশন। মেট্রোরেলে নতুন বাজার থেকে পূর্বাচল যেতে সময় লাগবে ২০ মিনিট ৩৫ সেকেন্ড। এ ছাড়া, কমলাপুর থেকে পূর্বাচল যেতে ৪০ মিনিট সময় লাগবে।

বিমানবন্দর-কমলাপুর রুটে যাত্রীরা আড়াই মিনিট পরপর ট্রেন পাবেন। নতুন বাজার-পূর্বাচল রুটে চার মিনিট ৩৫ সেকেন্ড পর পর ট্রেন পাওয়া যাবে। বিমানবন্দর-কমলাপুর রুটে ঘণ্টায় ৯০ কিলোমিটার এবং নতুন বাজার-পূর্বাচল রুটে ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে চলবে মেট্রোরেল।

প্রতিটি ট্রেনে থাকবে আটটি করে কোচ। তাতে একসঙ্গে তিন হাজার আট জন যাত্রী চড়তে পারবেন। প্রতিদিন প্রায় আট লাখ যাত্রী যাতায়াত করতে পারবেন। ৫২ হাজার ৫৬১ কোটি টাকার এই প্রকল্পটি ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছেন, তারা আগামী বছরে কাজ শুরু করতে চায়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা