২০ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম,আব্দুল হকঃ তনু পান্ডে এক অবিসংবাদিত কারাতে মাস্টারের নাম।ঢাকা , কেরানীগঞ্জের এক গর্বিত মায়ের সন্তান তনু পান্ডে।একাধারে কারাতে মাস্টার,ফিল্ম অভিনেতা।এছাড়াও সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ডেও আনাগোনা তনু পান্ডের।
বাংলাদেশ কারাতে ফেডারেশন আয়োজিত ন্যাশনাল বাংলাদেশ গেমস ফেডারেশন কাপ সহ বিভিন্ন খেলায় পদক অর্জন করেছেন তিনি। ২০০৭ সালে শেষ ন্যাশনাল গেমস খেলেছেন পান্ডে। বাংলাদেশ আনসার ভিডিপির খেলোয়াড় হিসেবেও পদক অর্জন করেছেন তিনি।
বর্তমানে মোঃ ইকবাল এর পরিচালনায় ‘রিভেঞ্জ’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তনু পান্ডে। এতে অভিনয় করেছেন, রোশান, বুবলি, কাজী হায়াৎ, সোনান, মিশা সওদাগর, ইলিয়াস কোবরা, তনুপান্ডে প্রমূখ।
বাংলা চলচিত্রের কিংবদন্তি নায়ক, প্রোযোজক, পরিচালক, সর্বপরি কারাতে ওস্তাদ মাসুম পারভেজ রুবেল এর হাত ধরেই চলচ্চিত্রে যাত্রা শুরু তনু পান্ডের।বিচ্ছুবাহিনী সিনেমার মধ্য দিয়ে তনু পান্ডের সিনেমা জগতে প্রবেশ।তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি পান্ডে কে।
এফ আই মানিক পরিচালিত ও মনোয়ার হোসেন ডিপজলের প্রযোজনায় খল চরিত্রে তনু পান্ডের অভিনিত ছবি ঈদে মুক্তি পাওয়ার খবরও ছড়িয়ে পড়ে গণমাধ্যমে।সুপারহিট এ ছবিতে ব্যবসা সফল হয়েছেন পরিচালক প্রযোজকগণ।
শুধু সিনেমা জগতেই নয় মার্শাল আর্ট জগতেও পান্ডের বাঘের গর্জন।ব্লাক বেল্ট অর্জনকারী তনু পান্ডের রয়েছে একটি মার্শাল আর্ট সেন্টার।সেল্ফ কনফিডেন্স কারাতে একাডেমী নামে ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।এছাড়াও বিভিন্ন খেলাধুলা দৌড় প্রতিযোগিতায়ও ঢাকা জেলায় ১ম স্থান অর্জন করেন তনু পান্ডে।কারাতে ব্লাক বেল্ট ও জাতীয় পর্যায়ে পদক অর্জনকারী খেলোয়াড় হিসেবেও খ্যাতি আছে তনু পান্ডের।
এছাড়াও তাঁর অভিনিত সিনেমার মধ্যে প্রিয়া আমার প্রিয়া,রাজা বাবু, গরীবের দাদা, দাদীমা, মায়ের হাতে বেহেস্তের চাবি হিরো দি সুপারষ্টার, আয়না সুন্দরী,বিচ্ছু বাহিনী, মনের সাথে যুদ্ধ, বড় লোকের জামাই, ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, খোদার পরে মা,প্রিয়া আমার জান, মাথা নষ্ট, প্রধান ভিলেন হিসেবে মুক্তি পেয়েছে আয়না সুন্দরী, অশান্ত মেয়ে, সাহসী হিরো আলম, তোমার সুখই আমার সূখ, আগে যদি জানতাম তুই হবি পর, উল্লেখযোগ্য।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।