January 5, 2025, 6:48 am
সর্বশেষ:
মেঘনায় কৃষি জমির মাটি ভর্তি দুই ট্রলার জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা জরুরি মিটিংয়ে বসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারের পক্ষ থেকে ‘জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র’ দেওয়া হবে মেঘনায় অবৈধ বালু উত্তোলন না করার অঙ্গিকার জনগণের পুলিশ হতে চাই, যা করা দরকার তা করা হবে তিতাস উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বিগত সরকার দেশ থেকে ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে: ডা. শফিকুর রহমান বাসে ‘অজ্ঞানপার্টির’ খপ্পরে উপসচিব, হাসপাতালে ভর্তি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ সংস্কার কমিশনের প্রতিবেদনের পর রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা:প্রধান উপদেষ্টা

সিনিয়র সাংবাদিক মমতাজ উদ্দিন আর নেই

২৭ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম,স্টাফ রিপোর্টার :

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)’র সাবেক দপ্তর সম্পাদক, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)’র সাবেক কার্যনির্বাহী সদস্য ও কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)’র সদস্য সিনিয়র সাংবাদিক মমতাজ উদ্দীন আর নেই।

আজ সকালে কুমিল্লার বরুড়া উপজেলার গ্রামের বাড়িতে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। দীর্ঘদিন যাবত তিনি বার্ধক্যজনিত নানান অসুস্থতায় ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বাদ আছর বরুড়ার শিলমুড়ি ইউনিয়নের সুলতানপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর গোবিন্দপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানায়।

সিনিয়র সাংবাদিক মমতাজ উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)’র নেতৃবৃন্দ।

সিজেএফডি কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি শরীফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন আজ এক শোক বার্তায় তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা সাংবাদিক ইউনিয়ন  মমতাজ উদ্দিনের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)’র প্রশিক্ষণ সম্পাদক হালিম মোহাম্মদের বড় ভাই।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা