• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপদেষ্টাদের নির্বাচনে অংশগ্রহণ করার নৈতিক ভিত্তি নেই : নাজমুল হাসান মেঘনা উপজেলা বিএনপির চার দিনের কর্মসূচি ঘোষণা মেঘনায় চার নারী পেলেন ‘অদম্য নারী’ পুরস্কার আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবসে প্রশাসনের মানববন্ধন চতুর্মুখী স্বরযন্ত্রে বিপর্যস্ত মেঘনা বিএনপি দাউদকান্দি বাজার বড় মসজিদে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে এখনো ইতিবাচক সাড়া দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা মেঘনায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা রোববার লন্ডনে যেতে পারেন খালেদা জিয়া বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ারে যাবেন জুবাইদা রহমান

পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের সুযোগ

নিজস্ব সংবাদ দাতা / ১৪৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

২৯ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

উচ্চ হারে কর আরোপ করে আরো একবছর কালো টাকা সাদা করার বিশেষ সুযোগ দেওয়া হয়েছে। সেই সঙ্গে যারা নতুন বিনিয়োগ করবেন তাদের ১০ শতাংশ কর দিয়ে অপ্রদর্শিত আয় সাদা করার সুযোগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ জুন) দুপুরে জাতীয় সংসদ অধিবেশনে উপস্থিত সংসদ সদস্যদের কণ্ঠভোটে ২০২১-২০২২ অর্থবছরে পুঁজিবাজারে কালো টাকা সাদা করার বিশেষ সুযোগ রেখে অর্থবিল-২০২১ পাস করা হয়েছে।

চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছিল ১০ শতাংশ হারে কর দেওয়ার শর্তে। এই টাকা বিনিয়োগে বাধ্যবাধকতা ছিল শেয়ার মার্কেট, ব্যাংক আমানত, সঞ্চয়পত্র, জমি, ফ্লাটসহ নির্ধারিত কিছু খাতে। এভাবে সাদা করা টাকা কীভাবে আয় করা হয়েছে সে প্রশ্ন করতে পারবে না সরকারের কোনো সংস্থা।

মাত্র ১০ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার এই সুযোগ দেওয়া হলেও প্রদর্শিত আয়ে করদাতারা সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত কর দিয়ে থাকেন। এ নিয়ে গত প্রায় এক মাসে অনেক সমালোচনা চলেছে সংসদের ভেতরে ও বাইরে। কালো টাকা সাদা করার এই সুযোগ আগামী বছরের জুন পর্যন্ত বৃদ্ধি করেছেন অর্থমন্ত্রী।

তবে নতুন শর্ত অনুযায়ী, শেয়ার মার্কেট, ব্যাংক ও সঞ্চয়পত্র এবং হাতের নগদ টাকা সাদা করলে ২৫ শতাংশ কর দিতে হবে। এর সঙ্গে মোট করের ওপর পাঁচ শতাংশ পেনাল্টি দিতে হবে। তবে, কেউ যদি শিল্প-কারখানায় বিনিয়োগ করেন তাহলে তিনি ১০ শতাংশ কর দিয়ে এই সুযোগ নিতে পারবেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন