January 5, 2025, 5:36 am
সর্বশেষ:
মেঘনায় কৃষি জমির মাটি ভর্তি দুই ট্রলার জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা জরুরি মিটিংয়ে বসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারের পক্ষ থেকে ‘জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র’ দেওয়া হবে মেঘনায় অবৈধ বালু উত্তোলন না করার অঙ্গিকার জনগণের পুলিশ হতে চাই, যা করা দরকার তা করা হবে তিতাস উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বিগত সরকার দেশ থেকে ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে: ডা. শফিকুর রহমান বাসে ‘অজ্ঞানপার্টির’ খপ্পরে উপসচিব, হাসপাতালে ভর্তি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ সংস্কার কমিশনের প্রতিবেদনের পর রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা:প্রধান উপদেষ্টা

উট পাখি ও কঠোর লকডাউন : মাহমুদ হাসান

৩০ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম,স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক, সাংবাদিক মাহমুদ হাসান তার ফেসবুকে’ উট পাখি ও কঠোর লকডাউন ‘ শিরোনামে একটি স্ট্যাটাস দিয়েছেন হুবহু তুলে ধরা হলো —
নানা প্রস্তুতি নতুন আঙ্গিকে ঘোষনা হতে যাওয়া কঠোর লক ডাউন নিয়ে। জনগণ কঠোর লক ডাউন দেখতে যেমন উৎসুক হয়ে আছে, তেমনি কিভাবে তা বাস্তবায়ন করা যাবে তা নিয়ে চলছে বিভিন্ন সংস্থা, বিভাগ ও বাহিনীগুলোর মাঝে চিঠি চালাচালি, যোগাযোগ ও কথাবার্তা। বার বার বলা হচ্ছে আগাম প্রস্তুতি নিতে। সামর্থ্যবানরা শুধু প্রস্তুতিই নয় পিকনিক মুডে নিত্যপণ্য কিনছেন গাড়ী ভরে বা ভ্যান বোঝাই করে। হাজার হাজার কেজি গরু,খাসি ও মুরগী বিক্রি হচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন বাজার, দোকান আর মেগা মল থেকে। রাজধানীর বার ও ওয়্যার হাউজগুলো (মদের দোকান) থেকেও নাকি গ্যালন গ্যালন মদ কিনছেন দেশের একটি ধনিক শ্রেণী। কারণ কঠোর লক ডাউনে ক্লাব, বার সবই বন্ধ থাকবে। তাই আগাম প্রস্তুতি। লক ডাউন সফল করতে ইতোমধ্যেই হুমকি ধামকী দেয়া শুরু হয়েছে। কিন্ত দিন মুজুর, শ্রমজীবী ও নিন্ম আয়ের মানুষগুলো কি করবে এই দিনগুলোতে? যারা দিন শেষে দিন মুজুরী দিয়েই দিনের বাজারটা করেন তারা কি করবেন? তার কথাটা কি কেউ ভেবে দেখেছেন। ৪ থেকে ৫ জনের সংসারটি কি খেয়ে থাকবে? যে লোকটি ফেরি করে পণ্যাদি বিক্রি করে খোরাকি সংগ্রহ করে তার কি হবে? কি হবে একজন রিক্সা চালকের? কি হবে একজন সব্জি বিক্রেতার? ভেলপুরিওয়ালা বা ঝালমুড়ি বিক্রেতা অথবা রাস্তায় দাঁড়িয়ে আচার বিক্রি করা মানুষটির আয়ের পথ কি? করোনার কারনে বাসা-বাড়ীর কাজ হারিয়ে রাস্তায় পান-বিড়ি- সিগারেট বিক্রি করা অসহায় সংগ্রামী নারীটি দিন শেষে কি তুলে দিবে অবুঝ সন্তানদের মুখে? এসব প্রশ্নের উত্তর কি কেউ জানেন? সময়ের কাজটি সময়ে করা সম্ভব হলে বিষয়টি এতটা কঠিন হতো কি? তাইতো সবাই বলে আম জনতা সব বুঝে। হয়ত এখন উট পাখির রূপ ধারণ করে আছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা