May 3, 2024, 5:25 pm
সর্বশেষ:
মেঘনায় উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দুদকের পরিচালক থেকে মহাপরিচালক পদে পদন্নোতি পেলেন শিরিন পারভীন উপজেলা পরিষদ নির্বাচন মন্ত্রী–এমপিদের চাপে মাঠ প্রশাসন,  স্পিকারকে চিঠি দেবে ইসি মেঘনায় পাকের ঘরে রাতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা মেঘনায় ফেসবুক ‘ফেক’ আইডির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে অনিয়মের সত্যতা পেয়েছে দুদক মহিলা ভাইস চেয়ারম্যান পদে হেট্ট্রিক করতে ভোটারের দ্বারেদ্বারে শিরিন মেঘনায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

কলেজছাত্রীর গোপন ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি, গ্রেপ্তার ২

০১ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, বগুড়া প্রতিনিধি:

বগুড়ায় কলেজছাত্রীর গোপন ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকির অভিযোগে দুই প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১ জুলাই) ভোর ৫টার দিকে শহরের রেলগেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন-বগুড়া সদর উপজেলার কালিবালা এলাকার শেরেকুল প্রামাণিকের ছেলে শামীম প্রামাণিক এবং গাবতলী উপজেলার জাহিদুল প্রামাণিকের ছেলে সিরাজুল প্রামাণিক (২০)। এ ঘটনায় বগুড়া সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ওই ছাত্রী।

র‌্যাব জানায়, ওই কলেজছাত্রীর সঙ্গে সোহান নামের এক ছেলের প্রেমের সম্পর্ক ছিল। এই সম্পর্কের জেরে বিভিন্ন সময় প্রলুব্ধ হয়ে প্রেমিকের ইমোতে আপত্তিকর ছবি ও ভিডিওচিত্র পাঠান ওই ছাত্রী। পরে ওই ছবি-ভিডিও ব্ল্যাকমেইল করে তার কাছ থেকে টাকা এবং স্বর্ণালঙ্কার হাতিয়ে নেন সোহান ও তার বন্ধু সিরাজুল।

বিষয়টি মেয়ের বাবা সোহান ও সিরাজুলের অভিভাবকদের জানালে তারা আরো ক্ষিপ্ত হন এবং ছবি-ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখান। পরে ছাত্রী বিষয়টি র‌্যাবকে জানান।

র‌্যাব-১২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, গ্রেপ্তাররা এলাকায় বখাটে বলে পরিচিত এবং তাদের বিরুদ্ধে এলাকার জনসাধারণের অনেক অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা