May 5, 2024, 5:13 pm
সর্বশেষ:
নির্বিঘ্নে সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন : অধ্যক্ষ আব্দুল মজিদএমপি মেঘনায় উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দুদকের পরিচালক থেকে মহাপরিচালক পদে পদন্নোতি পেলেন শিরিন পারভীন উপজেলা পরিষদ নির্বাচন মন্ত্রী–এমপিদের চাপে মাঠ প্রশাসন,  স্পিকারকে চিঠি দেবে ইসি মেঘনায় পাকের ঘরে রাতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা মেঘনায় ফেসবুক ‘ফেক’ আইডির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে অনিয়মের সত্যতা পেয়েছে দুদক মহিলা ভাইস চেয়ারম্যান পদে হেট্ট্রিক করতে ভোটারের দ্বারেদ্বারে শিরিন

বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু, আগুন দেওয়ার মামলায় আসামি ৫শ’

৩০ নভেম্বর ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজধানীতে অনাবিল পরিবহনের বাসের চাপায় শিক্ষার্থী মাঈনুদ্দিনে ইসলাম নিহতের ঘটনায় রামপুরা থানায় দুটি মামলা হয়েছে। এর মধ্যে বাস পোড়ানোর মামলায় অজ্ঞাত আনুমানিক সাড়ে ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) নিরাপদ সড়ক আইনে প্রথম মামলাটি করেন নিহতের মা রাশিদা বেগম।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, নিহত শিক্ষার্থীর মার দায়ের করা মামলায় অনাবিলের চালককে গ্রেফতার দেখানো হয়েছে। গণপিটুনির শিকার সেই চালক বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশি প্রহরায় চিকিৎসাধীন।

এদিকে একই ঘটনায় রামপুরা এলাকায় মোট ১২টি বাসে ভাঙচুর করায় অন্য মামলাটি হয়েছে। পুলিশ নিজেই বাদী হয়ে মামলাটি করেছে।

ওসি বলেন, শিক্ষার্থী মৃত্যুর ঘটনার পরপরই বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুর হয়েছে। এ ঘটনার মামলায় অজ্ঞাত আনুমানিক সাড়ে ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।

এর আগে সোমবার (২৯ নভেম্বর) রাত ১১টার পর রামপুরায় বাসচাপায় নিহত হয় মাঈনুদ্দিন। সে রামপুরা একরামুনেছা স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিলো। এ ঘটনার পরপরই ঘটনাস্থলে জড়ো হয়ে বাসে আগুন দেন বিক্ষুব্ধরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা