৩০ ডিসেম্বর ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, স্টাফ রিপোর্টার :
মুক্ত মানুষ, মুক্ত চিন্তা এই স্লোগানকে ধারন করে পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে আত্মপ্রকাশ হয়েছে ‘সেন্টার ফর প্রেস রাইটস’। বৃহস্পতিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে সংগঠনটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উদ্যোক্তা মোঃ কবির হোসেন টিটু ও শাখাওয়াত হোসেন মুকুল।
আরও উপস্থিত ছিলেন, উদ্যােক্তা সদস্য মোঃ জাকির হোসেন, রেজাউল করীম রেজা, গিয়াস উদ্দীন রাকিব, তালুকদার রুমি, সানজিদা রোজ, শফিকুল ইসলাম, আজিজুল হাকিম, আসাদুজ্জামান বাবুল, মাহমুদুল হাসান বিপ্লব, শিমুল খান, শামসুল হুদা, শাহ মোহাম্মদ আবদুর রাজ্জাক, ফারুক আহমেদ, গাজী শাহীন।
এসময় নতুন এই সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করে মতামত প্রকাশ করেন সদস্যরা।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।