৩১জানুয়ারি ২০২২,বিন্দুবাংলা টিভি. কম, স্টাফ রিপোর্টার : মেঘনা উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা হলেন কুমিল্লা -১ (দাউদকান্দি -মেঘনা) আসনের সংসদ সদস্য প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মেজর জেনারেল (অবঃ)সুবিদ আলী ভূইয়া। গতকাল শুক্রবার প্রেসক্লাবের কার্যনিবার্হী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। উপদেষ্টা হলেন উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, সাংবাদিক ইসমাইল হোসেন মানিক। গতকাল প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি মোঃ মাহমুদুল হাসান বিপ্লব শিকদারের সভাপতিত্বে কার্যনির্বাহী সভায় এ কমিটি গঠন করা হয়। মোঃ মাহমুদুল হাসান বিপ্লব শিকদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও নির্বাহী সদস্য মোঃ আলমগীর হোসেন, সহ সভাপতি মোঃ জাকির হোসেন, মোঃ মহসিন ভূইয়া,যুগ্ম সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, অর্থ সম্পাদক ইমাম হোসেন, সদস্য, হাসান মাহমুদ মুক্তি প্রমুখ। এ বিষয়ে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান রনি বলেন ক্লাবের স্বার্থে কার্যনির্বাহী সভায় উপস্থিত সকলের সিদ্ধান্ত মোতাবেক সভার কার্যবিবরণীতে যে স্থানীয় সাংসদ হবেন তিনি হবেন প্রধান উপদেষ্টা, উপজেলা চেয়ারম্যান হবেন উপদেষ্টা ও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য যারা কার্যনির্বাহী কমিটিতে থাকবেনা এরা উপদেষ্টায় থাকবেন।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।