July 11, 2025, 4:55 am
সর্বশেষ:
তারেক রহমানের নির্দেশে ফুলগাজীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মেঘনার ব্রাহ্মণচর নোয়াগাঁও আলিম মাদ্রাসার ফলাফলের করুণ চিত্র: দলীয়করণ ও দলাদলির বলি শিক্ষার্থীরা মেঘনায় এসএসসির ফলাফলে  শীর্ষে সাহেরা লতিফ বালিকা বিদ্যালয়, সরকারি স্কুলের ফলাফলে হতাশা মেঘনায় মোড়ে মোড়ে কিশোর গ্যাং: স্থানীয় গডফাদারদের মদদে অপরাধে ব্যবহৃত হচ্ছে কিশোররা ঝুঁকিপূর্ণ সেতুতে বাল্কহেড আটকে জরিমানা ৩০ হাজার টাকা মেঘনায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান এখন সময়ের দাবি গণমাধ্যম কর্মী : নতজানুতা বনাম সততা মেঘনা উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদ দলের গঠন তন্ত্র অনুযায়ী করা হয়েছে : আক্তারুজ্জামান সরকার অভিযোগহীন অপরাধ: প্রশাসন জানে, তবুও নীরব কেন? জল ঘোলায় রিজিক মেলায় যারা, তারা বিপথগামী, উত্তরণের পথ এখনই জরুরি

রেমিট্যান্স আহরণে সারাদেশে ৮ম মেঘনা শাখা 

২ নভেম্বর ২০২২ইং, বিন্দুবাংলা টিভি ডটকম, 

মেঘনা প্রতিনিধি।। 

রেমিট্যান্স আহরণে সারাদেশে ৮ ম স্থান অধিকার করেছে কুমিল্লা অঞ্চলের  মেঘনা শাখা।  ফরেন রেমিট্যান্স ম্যানেজম্যান্ট  বিভাগ সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ২০২২-২০২৩ইং অর্থবছরে  গত তিন মাস সেপ্টেম্বর পর্যন্ত অর্জনের ভিত্তিতে দেশ সেরা ২০ টি  শাখার তালিকা করা হয়। সূত্রে আরও জানা যায় মেঘনা শাখার বার্ষিক লক্ষ্যমাত্রা ১৮.০০, সেপ্টেম্বর পর্যন্ত  ৩ মাসের আনুপাতিক লক্ষ্যমাত্রা ৪.৫০,  অর্জন করেছে ৪.৯৮। বার্ষিক লক্ষ্য মাত্রা অর্জনের হার ২৮ভাগ।
এ বিষয়ে মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তার বলেন এটা অত্যন্ত আনন্দের খবর প্রবাসীদের আমার পক্ষ থেকে শুভ কামনা জানাচ্ছি এবং রেমিট্যান্স আহরণ অব্যাহত থাকুক এটাই কামনা করছি। এ দিকে তালিকা অনুযায়ী ১ম সুনামগঞ্জ অঞ্চলের গোবিন্দগঞ্জ শাখা, ২য়  একই অঞ্চলের ছাতক শাখা,৩ য়  লাকসাম অঞ্চলের বিজরা বাজার শাখা , ৪ র্থ  চাঁদপুর অঞ্চলের সাচের বাজার শাখা, ৫ ম ব্রাহ্মন বাড়িয়া অঞ্চলের ছয়ফুল্লাহ  কান্দি শাখা,৬ ষ্ঠ  চাঁদপুর অঞ্চলের সাহেব বাজার শাখা, ৭ম  সিলেট অঞ্চলের মোগলা শাখা, ৮ ম কুমিল্লা অঞ্চলের মেঘনা শাখা, ৯ ম  ব্রাহ্মণ বাড়িয়া অঞ্চলের  জীবন গঞ্জ শাখা, ১০ম   ময়মনসিংহ উত্তর অঞ্চলের ইশ্বরগঞ্জ বাজার,১১তম সাতক্ষীরা অঞ্চলের খোরদো বাজার শাখা,১২তম  গাজীপুর অঞ্চলের আমরাইদ বাজার শাখা,  ১৩ তম, নরসিংদী অঞ্চলের আলগী বাজার, ১৪তম ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের গোসাই পুর শাখা, ১৫ তম পিরোজপুর অঞ্চলের মঠবাড়িয়া শাখা, ১৬ তম টাঙ্গাইল উত্তর অঞ্চলের আউলিয়াবাদ শাখা, ১৭ তম জামালপুর অঞ্চলের মাদারগঞ্জ শাখা, ১৮ তম  পিরোজপুর অঞ্চলের সাপলেজা বাজার শাখা, ১৯ তম  টাঙ্গাইল দক্ষিণ জেলা অঞ্চলের তক্তার চালা  শাখা, ২০ তম হয়েছে  জামাল পুর অঞ্চলের মিলন বাজার শাখা। ২০ টি শাখাকে অভিনন্দন জানিয়েছেন কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা