July 27, 2024, 12:30 am
সর্বশেষ:
মেঘনায় কোটাসংস্কার আন্দোলন ও ছাত্রলীগের হামলা, ইন্দ্বন কি ? মেঘনায় কোটা আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা মেঘনায় প্রকল্পের প্রায় সাড়ে ৩০লাখ টাকা আত্মসাতের ঘটনায় কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ড পার্বতীপুর যমুনা ওয়েল কোম্পানি লিমিটেডের ডিপোতে কর্মরত কয়েকজনকে দুদকের জিজ্ঞাসাবাদ  চেয়ারম্যান বাড়ির ঘাটে দৃষ্টিনন্দন ঘাটলা মেঘনায় নদীর ভাঙন রোধে ফেলা হচ্ছে জিওবি ব্যাগ মেঘনায় নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনে প্রশাসন, ক্ষতি গ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরন স্ত্রীসহ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে দুদকের মামলা ডা. সাবরিনাসহ ৭ জনের নামে দুদকের মামলা কোটা নিয়ে হাইকোর্টের রায়ের ওপর ৪ সপ্তাহের স্থিতাবস্থা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হতে চান শফিকুল আলম

১ ডিসেম্বর ২০২২ইং, বিন্দুবাংলা টিভি ডটকম, 

মেঘনা প্রতিনিধি।। 
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হয়ে নির্বাচন করার আশা ব্যক্ত করেছেন মেঘনা উপজেলা বাস্তবায়ন কমিটির সভাপতি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শফিকুল আলম। গত বুধবার মেঘনা উপজেলার কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেছেন।
শফিকুল আলম অভিভাবকদের লক্ষ্য করে  বলেন আপনারা যদি দোয়া করেন আমি আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রী,জননেত্রী শেখ হাসিনা এই আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন আমাকে দিবে। প্রভাষক মামুনুর রশিদ রতনের  সঞ্চালনায় বিদ্যালয়ের সভাপতি এমরান হোসেন আকাশের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি  ছিলেন উপজেলা চেয়ারম্যান  সাইফুল্লাহ মিয়া রতন শিকদার,উপজেলা নির্বাহী কর্মকর্তা  রাবেয়া আক্তার,উপজেলা ভাইস চেয়ারম্যান মিলন সরকার, মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ ছমিউদ্দিন। শফিকুল আলম বলেন  মেঘনাবাসীর কথা মাথায় রেখে নিজস্ব উদ্যেগে তিনটি প্রকল্প হাতে নিয়েছি, শফিকুল আলম ফাউন্ডেশন  মেঘনা গার্লস কলেজ, গরীব আসহায় মানুষেরা যেন বিনা টাকায় এবং স্বল্প মূল্যে উন্নত স্বাস্থ্যসেবা নিতে পারেন সে লক্ষ্যে একটি উন্নত হাসপাতাল সহ প্রাথমিক শিক্ষার্থীদের আধুনিক ও যুগপৎভাবে গড়ে তোলার লক্ষ্যে ভালো মানের শিক্ষক, দক্ষ ব্যবস্থাপনায় বেসরকারি কিন্ডারগার্টেন প্রতিষ্ঠা করা হবে এগুলো আগামী এক বছরের মধ্যে চালু হবে ইনশাআল্লাহ। ৩৮ নং কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আয়োজিত এ সমাবেশে সম্মানিত অতিথি  ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা  মোঃ আনোয়ার হোসেন,সহকারী শিক্ষা কর্মকর্তা  মোঃ শাখাওয়াত হোসেন,মানিকারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ বাতেন খন্দকার, ৯ নং ওয়ার্ডের মেম্বার মোঃ নুরুজ্জামান।সভা শেষে মানিকার চর  ইউনিয়ন পরিষদ থেকে ছাত্র ছাত্রীদের মাঝে ব্যাগ ও খাতা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা