May 19, 2024, 3:45 pm
সর্বশেষ:
উপকর কমিশনারসহ তিন জনের নামে দুদকের মামলা মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স : ৭ চিকিৎসক বদলি ও দায়িত্বশীলতা অতিরিক্ত ডিআইজি শিমুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক দুই পাসপোর্ট অফিসে দুদকের দুটি পৃথক অভিযান মেঘনা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তাজুল ইসলাম সম্ভাবনার ‘মেঘনা’ ও জনপ্রতিনিধি নির্বিঘ্নে সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন : অধ্যক্ষ আব্দুল মজিদএমপি মেঘনায় উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হতে চান শফিকুল আলম

১ ডিসেম্বর ২০২২ইং, বিন্দুবাংলা টিভি ডটকম, 

মেঘনা প্রতিনিধি।। 
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হয়ে নির্বাচন করার আশা ব্যক্ত করেছেন মেঘনা উপজেলা বাস্তবায়ন কমিটির সভাপতি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শফিকুল আলম। গত বুধবার মেঘনা উপজেলার কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেছেন।
শফিকুল আলম অভিভাবকদের লক্ষ্য করে  বলেন আপনারা যদি দোয়া করেন আমি আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রী,জননেত্রী শেখ হাসিনা এই আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন আমাকে দিবে। প্রভাষক মামুনুর রশিদ রতনের  সঞ্চালনায় বিদ্যালয়ের সভাপতি এমরান হোসেন আকাশের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি  ছিলেন উপজেলা চেয়ারম্যান  সাইফুল্লাহ মিয়া রতন শিকদার,উপজেলা নির্বাহী কর্মকর্তা  রাবেয়া আক্তার,উপজেলা ভাইস চেয়ারম্যান মিলন সরকার, মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ ছমিউদ্দিন। শফিকুল আলম বলেন  মেঘনাবাসীর কথা মাথায় রেখে নিজস্ব উদ্যেগে তিনটি প্রকল্প হাতে নিয়েছি, শফিকুল আলম ফাউন্ডেশন  মেঘনা গার্লস কলেজ, গরীব আসহায় মানুষেরা যেন বিনা টাকায় এবং স্বল্প মূল্যে উন্নত স্বাস্থ্যসেবা নিতে পারেন সে লক্ষ্যে একটি উন্নত হাসপাতাল সহ প্রাথমিক শিক্ষার্থীদের আধুনিক ও যুগপৎভাবে গড়ে তোলার লক্ষ্যে ভালো মানের শিক্ষক, দক্ষ ব্যবস্থাপনায় বেসরকারি কিন্ডারগার্টেন প্রতিষ্ঠা করা হবে এগুলো আগামী এক বছরের মধ্যে চালু হবে ইনশাআল্লাহ। ৩৮ নং কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আয়োজিত এ সমাবেশে সম্মানিত অতিথি  ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা  মোঃ আনোয়ার হোসেন,সহকারী শিক্ষা কর্মকর্তা  মোঃ শাখাওয়াত হোসেন,মানিকারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ বাতেন খন্দকার, ৯ নং ওয়ার্ডের মেম্বার মোঃ নুরুজ্জামান।সভা শেষে মানিকার চর  ইউনিয়ন পরিষদ থেকে ছাত্র ছাত্রীদের মাঝে ব্যাগ ও খাতা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা