April 8, 2025, 11:04 am
সর্বশেষ:
দুই থানার নাম পরিবর্তন মুগারচর কে আলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ভুয়া মুক্তিযোদ্ধা সনদে ৩৮-৪৩ তম বিসিএস উত্তীর্ণদের সত্যতা পেয়েছে দুদক মজলুম গাজাবাসীর পাশে দাঁড়ান,সন্ত্রাসী ইসরাইলকে বয়কট করুন কেন্দ্রের অনুমতি ছাড়া কুমিল্লা বিভাগে বিএনপির কোনো নেতাকর্মীকে বহিষ্কার করা যাবেনা   উশু ফেডারেশনের সহ-সভাপতি হলেন ড. নুরুজ্জামান ‎মেঘনায় জাতীয়  ক্রীড়া দিবসে আলোচনা সভা   টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ হচ্ছে ৩২৯ উপজেলায় অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে দেখতে হাসপাতালে যান নাজিমুদ্দিন মোল্লা ইউপি চেয়ারম্যান কর্তৃক ওয়ারিশ সনদ প্রতারণার শিকার হয়ে যুবকের জীবন অন্ধকারে

ক্লিন ইমেজেই যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম 

২ ডিসেম্বর ২০২২ইং, বিন্দুবাংলা টিভি ডটকম, 

এম এইচ বিপ্লব সিকদার।। 

মাটি ও মানুষের জন্য রাজনীতি আর দলের প্রতি একনিষ্ঠ আনুগত্য থেকে নিজেকে উৎসর্গ  করার নামই হলো রাজনীতি। হানাহানী, বিষোদগার, প্রলোভনে পরে সম্প্রীতি নষ্ট করে সমাজে শান্তি শৃঙ্খলা নষ্ট করা রাজনীতি বহির্ভূত কাজ। প্রতিটি মানুষের স্বকীয়তা আলাদা। স্ব স্ব শৈল্পিক ধারণা নিয়েই রাজনীতি থেকে শুরু সকল কার্য্য সাধন করে। সময়ের বিবর্তনে নীতি নৈতিকতা এগুলো পাগলের প্রলাপ মনে করে অনেকটা। সুন্দর পরিপাটি বিজয় অর্জন করতে হলে শৃঙ্খলা বজায় রাখতেই হবে । তবেই সকল মহলে রাজনীতি ও আদর্শের ক্লিন ইমেজের বহিঃপ্রকাশ ঘটবে। সচারাচর এই ধরনের রাজনীতিক চোখে না পড়লেও এখনো আছে কিছু মানুষ। যারা দলের দূর্দীনে যেমন সু দিনেও তেমন। এমনই একজন রাজনীতিকের কথা বলছিলাম। সকলের পরিচিত ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম। মেঘনা উপজেলার বড়কান্দা ইউনিয়নের হরিপুর গ্রামের মৃধা বাড়ির কৃতি মানুষ তিনি। রাজনীতির হাতে খরি বৃহত্তর বড়কান্দা ইউনিয়নের ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি পদ দিয়ে দায়িত্ব পালন শুরু। উদারচিন্তার মানুষ। এর পর আর পিছনে তাকাতে হয়নি নিজের যোগ্যতা ও মেধার বিকাশ ঘটিয়ে সু শৃঙ্খল রাজনীতিতে শফিকুল ইসলাম সাবেক উপজেলা যুবলীগের সহ সভাপতি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন টানা দেড় যুগেরও অধিক সময় ধরে সফল দায়িত্ব পালন করে ধারাবাহিক সাবেক হয়ে সম্প্রতি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ক্লিন ইমেজের রাজনীতি করে সম্প্রীতি বজায় রেখে রাজনীতির মাঠে এই অনবদ্য ইনিংস রীতিমত গর্বের এবং বিরল। রাজনীতির প্রতিটি দৃষ্ঠান্ত এমনই হোক তবেই সুখী ও সমৃদ্ধির বাংলাদেশ গড়তে সহায়ক হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা