৭ ডিসেম্বর ২০২২ইং, বিন্দুবাংলা টিভি ডটকম, ডেস্ক রিপোর্ট।।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বেশ কয়েকজন নেতা-কর্মীকে পুলিশের প্রিজন ভ্যানে তুলে নিতে দেখা গেছে।
বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, দক্ষিণ বিএনপি আহ্বায়ক আবদুস সালাম, বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাসসহ বেশ কয়েকজন নেতা-কর্মীকে পুলিশের প্রিজনভ্যানে তুলে নিতে দেখা গেছে।
আজ বুধবার বিকেলের দিকে বিপুল সংখ্যক পুলিশ বিএনপি কার্যালয়ে প্রবেশ করে তাদের বের করে নিয়ে আসে।
এ বিষয়ে ডিএমপির সিনিয়র সহকারী কমিশনার (মিডিয়া) ইমরান হোসেন মোল্লা জানান, সন্ধ্যা সাতটা পর্যন্ত পুলিশের বিএনপির বিভিন্ন ইউনিট দেড় শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।
জানা যায়, তাদের সবাইকেই ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে।
প্রিজনভ্যানে তোলার আগে আমান উল্লাহ আমান বলেন, ‘৯টা বিভাগীয় সমাবেশ যেভাবে হয়েছে ঢাকায়ও হবে। শান্তিপূর্ণ সমাবেশের মধ্য দিয়ে আন্দোলন চলবে।’
নয়াপল্টনে সংঘর্ষের বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চেয়েছি। তারা ভয়াবহ ঘটনা ঘটিয়েছে। সমাবেশকে বানচাল করতেই এ ঘটনা ঘটানো হয়েছে। ঘটনার দায় সরকারকে নিতে হবে।
মির্জা ফখরুল আরও বলেন, ‘পরিস্থিতি শান্ত করতে ডিএমপি কমিশনার আমাকে নয়াপল্টনে আসতে বলেছেন। অথচ আসার পরে আমাকে অফিসে ঢুকতে দেওয়া হচ্ছে না।’
প্রসঙ্গত, নয়াপল্টনে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার বেলা আড়াইটার পর পুলিশের সঙ্গে এ সংঘর্ষ শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছে।
জানা গেছে, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ বুধবার সকাল থেকেই আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নেতা-কর্মীরা অবস্থান নিচ্ছিলেন। পরে বেলা আড়াইটার দিকে পুলিশ তাঁদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সরিয়ে দিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।