January 2, 2025, 7:27 pm
সর্বশেষ:
মেঘনায় কৃষি জমির মাটি ভর্তি দুই ট্রলার জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা জরুরি মিটিংয়ে বসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারের পক্ষ থেকে ‘জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র’ দেওয়া হবে মেঘনায় অবৈধ বালু উত্তোলন না করার অঙ্গিকার জনগণের পুলিশ হতে চাই, যা করা দরকার তা করা হবে তিতাস উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বিগত সরকার দেশ থেকে ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে: ডা. শফিকুর রহমান বাসে ‘অজ্ঞানপার্টির’ খপ্পরে উপসচিব, হাসপাতালে ভর্তি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ সংস্কার কমিশনের প্রতিবেদনের পর রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা:প্রধান উপদেষ্টা

ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটি”র নতুন কমিটি ঘোষণা

২০ ডিসেম্বর ২০২২ইং, বিন্দুবাংলা টিভি ডটকম, 

নিজস্ব প্রতিবেদক।। 

 

এ কে এম তসলিম আফজল হোসাইনকে সভাপতি ও হাফিজুর রহমান শফিক সাধারণ সম্পাদক এবং রাসেল আহমেদকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করে ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটি” রেজিঃ নং S 642500(669/07 এর ঢাকা মহানগর শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।

মঙ্গলবার(২০ডিসেম্বর) রাজধানীর পল্টনে একটি অভিজাত হোটেলে সন্ধায় সংগটনটির কেন্দ্রীয় মহাসচিব মোহাম্মদ মাসুদ এর উপস্থিতিতে উপদেষ্টা আনোয়ার হোসেন এ কমিটি ঘোষণা করেন।

গত ২০০৭ সালে নিবন্ধিত পাওয়া সংগঠনটির কার্যক্রম কিছুদিন পরেই নানা জটিলতায় গতিহীন হয়ে যায়। গতিশীলতা ফিরিয়ে আনতে নতুন কমিটি ঘোষণা করা হয় বলে জানা কেন্দ্রীয় নেতারা।

কেন্দ্রীয় কমিটির মহাসচিব দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক মোহাম্মদ মাসুদ বলেন, সাংবাদিকদের কল্যাণে ২০০৭ সালে এ সংগঠনটি সরকারি ভাবে নিবন্ধন পায়। কিন্তু সদস্যদের ব্যক্তিগত দূর্বলতার কারণে গতিশীলতা হারায়।তাই আমরা এ সংগঠনের কার্যক্রম বেগবান করতে পেশাদার সাংবাদিকদের নিয়ে নতুন কমিটি ঘোষণা করেছি। আশা করছি এ কমিটি সংগঠনের গতিশীলতা ফিরিয়ে আনবে।

নতুন কমিটির সভাপতি এ কে এম তসলিম আফজল হোসাইন দৈনিক সবুজ বাংলাদেশের সিনিয়র রিপোর্টার। সাধারন সম্পাদক হাফিজুর রহমান শফিক সকালের সংবাদের বিশেষ প্রতিবেদক। সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ জাতির সংবাদ২৪ এর বিশেষ প্রতিবেদক। এ সময় মুহাম্মদ আবুল কাশেম (ভ্রাম্যমাণ প্রতিনিধি, দৈনিক যুগান্তর) আব্দুর রহমান (সিটি রিপোর্টার, রিপোর্টার যুগান্তর) জাহাঙ্গীর আলম (রিপোর্টার, নিউজ ২৪), মোশাররফ হোসেন ভুঁইয়া
(সিনিয়র রিপোর্টার দৈনিক বাংলাদেশ কণ্ঠ), সাইদুল ইসলাম (এশিয়ান টেলিভিশন), রাহমাতুল্লাহ (আমারসংবাদ), গাজী আক্তার (প্রতিদিনের কাগজ),
সাগর চৌধুরী সহ অনেক সিনিয়র সাংবাদিক নেত্রবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা