• বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দাউদকান্দিতে ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী জনসভায় আসছেন জামায়াতের আমীর মেঘনায় গণ অধিকার পরিষদ বিএনপির প্রচারণায় মাঠে নামেনি আগামীকাল মেঘনায় দুটি ইউনিয়নে গণসংযোগ করবেন ড. মারুফ নারীরা শান্তিপ্রিয়, উচ্ছৃঙ্খলতা পছন্দ করে না বলেই জামায়াতকে বেছে নেয়: তাহের নির্বাচনি দায়িত্ব পালনে নিরপেক্ষতার আহ্বান সেনাপ্রধানের বিএনপি এত খারাপ হলে জামায়াতের দুই মন্ত্রী কেন পদত্যাগ করেননি: তারেক রহমান দেশকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করতে ধানের শীষকে বিজয়ী করতে হবে: ড. মোশাররফ হোয়াইট কালার অপরাধী চক্রের কাছে জিম্মি মেঘনা উপজেলাবাসী বৈষম্যমূলক নেতৃত্বে প্রান্তিক সমাজে রাজনীতির নগ্নতা প্রকাশ ঢাকা-৫ নবীউল্লাহ নবীর ব্যাপক গণসংযোগ, নির্ভার জয়ের সম্ভাবনা

কুমিল্লা -২ স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন শফিকুল আলম

নিজস্ব সংবাদ দাতা / ২৩১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

মেঘনা প্রতিনিধি।।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ২ (হোমনা -মেঘনা) আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মেঘনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান,মেঘনা উপজেলা বাস্তবায়ন কমিটির সভাপতি মোঃ শফিকুল আলম। দলীয় মনোনয়ন না পেয়ে গত মঙ্গলবার রাতে নেতা কর্মীদের সাথে মত বিনিময় সভায় স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন তিনি। মনোনয়ন পত্র আগামীকাল বৃহস্পতিবার বাদ যোহর জমা দিবেন বলেও জানান তিনি । মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম মেঘনা থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন সিকদার, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইন উদ্দিন মুন্সী তপন, যুবলীগের আহবায়ক আব্দুল আল বাকী শামীম, সদস্য সচিব গাজী দেলোয়ার হোসেন মাস্টার সহ মেঘনা উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক ও থানার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে জানিয়ে শফিকুল আলম বলেন, আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে নির্বাচন করাটাও আমার দায়িত্ব। প্রার্থী যত হবে, কেন্দ্রে ভোটার তত আসবে। যেহেতু দল থেকে বাধা নেই তাই আমি প্রার্থী হচ্ছি। আশা করছি এলাকার ভোটাররা আমার সঙ্গে থাকবেন।

 

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন