ডেস্ক রিপোর্ট।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে কুমিলা-১ আসনে মনোনীত প্রার্থী আলীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)র প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর উপজেলা নির্বাহী ও সহকারী রিটার্নিং অফিসার মহিনুল হাসানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
বুধবার (২৯ নভেম্বর) বিকাল পৌনে ৪ টায় কুমিল্লা-১ আসনের মনোনীত প্রার্থী আলীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)র প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর দুটি উপজেলায় দাউদকান্দি ও তিতাস মনোনয়নপত্র দাখিলের সময় হাজার হাজার নেতাকর্মী নিয়ে একটি র্যালী নিয়ে দাউদকান্দি উপজেলার প্রধান কার্যালয়ের আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে থেকে শুরু হয়ে উপজেলা গিয়ে শেষ হয়। আনন্দ মিছিলে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. আব্দুল মান্নান জয় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বশিরুল আলম মিয়াজি, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পা আক্তার, কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবকলীগের তল তি জিএস সুমন সরকার, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক শাহজান খন্দকার, সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলাম মিয়াজী, জিংলাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর মোল্লা, ছাত্রলীগ নেতা বিল্লাল হোসেন আপন,। ইঞ্জিনিয়ার আবদুস সবুর বলেন- আমি নির্বাচিত হলে প্রথমেই দাউদকান্দি এবং তিতাস উপজেলাকে মাদক, সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত করবো ইনশাল্লাহ। এই দুই উপজেলাকে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তোলা হবে। মান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি সকলকে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে আহবান জানান।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।