July 27, 2024, 3:22 am
সর্বশেষ:
মেঘনায় কোটাসংস্কার আন্দোলন ও ছাত্রলীগের হামলা, ইন্দ্বন কি ? মেঘনায় কোটা আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা মেঘনায় প্রকল্পের প্রায় সাড়ে ৩০লাখ টাকা আত্মসাতের ঘটনায় কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ড পার্বতীপুর যমুনা ওয়েল কোম্পানি লিমিটেডের ডিপোতে কর্মরত কয়েকজনকে দুদকের জিজ্ঞাসাবাদ  চেয়ারম্যান বাড়ির ঘাটে দৃষ্টিনন্দন ঘাটলা মেঘনায় নদীর ভাঙন রোধে ফেলা হচ্ছে জিওবি ব্যাগ মেঘনায় নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনে প্রশাসন, ক্ষতি গ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরন স্ত্রীসহ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে দুদকের মামলা ডা. সাবরিনাসহ ৭ জনের নামে দুদকের মামলা কোটা নিয়ে হাইকোর্টের রায়ের ওপর ৪ সপ্তাহের স্থিতাবস্থা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছদ্ধবেশে দুদক

বিপ্লব সিকদার।।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের চিকিৎসা সেবা প্রদানে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে ছদ্মবেশে দুদক অভিযান পরিচালনা করেছে। রোগীদের সেবা প্রদানে বিভিন্ন অনিয়ম দেখতে পায় আভিযানিক দল। সেবা গ্রহণে আগত রোগী ও তাদের স্বজনদের সাথে কথা বলে অভিযোগের সত্যতা পাওয়া যায়।আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) দুদকের প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্স মেন্ট টিম এ অভিযান পরিচালনা করেন।  দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা, উপ পরিচালক, মো.আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্র জানায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের চিকিৎসা সেবা প্রদানে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুদক, প্রধান কার্যালয়, ঢাকা হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টিম হাসপাতালে ছদ্মবেশে অবস্থান নিলে রোগীদের সেবা প্রদানে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়। সেবা গ্রহণে আগত রোগী ও তাদের স্বজনদের সাথে কথা বলে অভিযোগের সত্যতা পাওয়া যায়। রেডিওলজি ডিপার্টমেন্টের বিভিন্ন অ্যাটেন্ডেন্ট কর্তৃক টেস্টের জন্য রোগীদের নিকট হতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্য গ্রহণ করা হয় মর্মে অভিযানকালে পরিলক্ষিত হয়। এছাড়াও কতিপয় আনসার সদস্য কর্তৃক রোগীদের দ্রুত সেবা প্রদানের জন্য অর্থ আদায় করা হয় মর্মে অভিযানকালে টিম জানতে পারে। পরবর্তীতে উক্ত অনিয়মসমূহের বিষয়ে হাসপাতালের পরিচালককে অবহিত করা হলে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন মর্মে দুদক টিমকে আশ্বস্ত করেন। অভিযানকালে সংগৃহীত তথ্যাদি পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা