July 2, 2025, 3:31 am
সর্বশেষ:
মেঘনার মুক্তিনগর বাজারে ভ্রাম্যমাণ আদালতে ৩৫ হাজার টাকা জরিমানা স্বামী-স্ত্রীর ভালোবাসার বিরল দৃষ্টান্ত: কিডনি দিচ্ছেন জীবনসঙ্গিনী এক ব্যক্তির বারো হাত : সবগুলোই গিরগিটির মতো সমাজে বিচরণ আনারপুর বাস স্ট্যান্ড টার্নিং পয়েন্টে প্রতিদিন দুর্ঘটনা, প্রতিকারে নেই কার্যকর পদক্ষেপ একজন উপদেষ্টার আশকারা পাচ্ছে মুরাদনগরের দুষ্কৃতকারীরা: মির্জা ফখরুল হয়রানিমূলক গ্রেপ্তার ও মামলা এড়াতে ফৌজদারি কার্যবিধি সংশোধন এনবিআরের শীর্ষ ৬ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধানে দুদক পরকীয়া একটি সামাজিক বিপর্যয়, নিপীড়নের শিকার নারী চোরের মা’র বড় গলায় যে ক্ষতি হয় সমাজের মার্চ টু এনবিআর স্থগিত, অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছেন আন্দোলনকারীরা

ইয়াং জেনারেশন কারতে দো’র বেল্ট প্রদান

 

নিজস্ব প্রতিবেদক : ইয়াং জেনারেশন কারাতে দো’র বেল্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে। পরিক্ষার কসরত শেষে উত্তীর্নদের মাঝে বেল্ট প্রদান করা হয়।

বৃহস্পতিবার (৪ ই এপ্রিল) কমলাপুর স্টেডিয়ামে সকলের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিচালিত হয়। ছাত্রদের মধ্যে ফারজানকে ইয়েলো, সিফাত ইয়েলো, সানভি ইয়েলো, রাইয়ান অরেঞ্জ,সাকিব অরেঞ্জ ,সিরাত গ্রীন জুনিয়র ,সামিয়া গ্রীন জুনিয়র, রুহান গ্রীন সিনিয়র , তানভীর গ্রীন জুনিয়র , শোভন গ্রীন জুনিয়র, রাহাত গ্রীন জুনিয়র , নাবিহা ব্লু জুনিয়র, তাথৈই গ্রীন সিনিয়র, জারিফ ব্লু জুনিয়র, রেহান ব্রাউন সিনিয়র, জামিউরকে ব্রাউন জুনিয়র বেল্ট প্রদান করা হয়।

ইয়াং জেনারেশন কারাতে দো’র প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান প্রশিক্ষক ইউনুছ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দো’র প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক শুকুর আলী সিকদার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুল হক প্রমুখ। এছাড়াও ছাত্রছাত্রীদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে শুকুর আলী সিকদার বলেন, শারীরিক কসরত মস্তিষ্কের অক্সিজেন সরবরাহ করে।তাই কারাতে প্রশিক্ষণ যুবকদের সুস্থ থাকার পিল হিসেবে কাজ করে।আমি সকল অভিভাবকদের বলবো আপনারা ছেলেমেয়েদের কারাতে শেখান। কারাত ছেলেমেয়েদের মাদকদ্রব্য থেকে দূরে রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা