July 24, 2025, 11:09 pm
সর্বশেষ:
শুভাকাঙ্ক্ষীদের সুমতি—উন্নতির পথে অদৃশ্য শক্তি মেঘনায় বিএনপির দ্বন্দ্ব নিরসনে হাইকমান্ডের উদাসীনতায় ভিন্ন দলগুলোর পোয়াবারো মেঘনা ‘দূর্গম’ কেন—পুনর্মূল্যায়ন এখন সময়ের দাবি মেঘনায় খাস জমি, হালট ও খাল উদ্ধারে প্রশাসনের জোরালো ভূমিকা দরকার মেঘনায় টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ: বেলে মাটি, অনিয়ম ও ভাঙনের গল্প শিক্ষা সবার জন্য—টেকসই উন্নয়নের ভিত্তি দুদকের নতুন সচিব খালেদ রহীম মেঘনায় বিএনপির ৩১ দফা নারীদের ঘরে ঘরে পৌঁছাতে হবে: নেতৃত্বে চাই ছাত্রী-নারী সক্রিয়তা মেঘনা নদীতে চালিভাঙ্গা নৌ পুলিশের অভিযানে জলদস্যু সোহাগ গ্রেপ্তার হোলিস্টিক প্রোটেকশন ট্রেইনিং অন সেফটি অফ জার্নালিস্টস উইদ এ ফেমিনিস্ট অ্যাপ্রোচ

মেঘনায় গণ ও যুব অধিকারের ইফতার বিতরণ

মেঘনা প্রতিনিধি।। 

কুমিল্লার মেঘনা উপজেলায় গণ ও যুব অধিকারের ইফতার বিতরণ করা হয়েছে। আজ বুধবার (৯ এপ্রিল) উপজেলা বাসস্ট্যান্ডে এ ইফতার বিতরণ করা হয়।

 

উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান , ছাত্র অধিকার পরিষদ কবি নজরুল কলেজ শাখার সভাপতি রুপমিয়া হোসেন রাজ , মেঘনা উপজেলা গণ অধিকার পরিষদের আহ্ব্বায়ক, মোখলেছুর রহমান , গণ সদস্য টিপু , কুমিল্লা জেলা উত্তর কমিটির সদস্য আলামিন, যুব অধিকার পরিষদ মেঘনা উপজেলা শাখার সভাপতি হাজী মাহবুব রহমান, সাংগঠনিক সম্পাদক হৃদয় মিয়া, দপ্তর সম্পাদক বাবু, সহ-সভাপতি- আশিক , বিন ইয়ামিন সহ অন্যরা। দলটির পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও মেঘনা উপজেলা ইফতার বিতরণ প্রোগ্রাম বাস্তবায়নে প্রবাসী সহযোদ্ধারা এগিয়ে এসেছেন তাদের , ধন্যবাদ সকল প্রবাসী সহযোদ্ধা ভাইদের, বিশেষ করে, সাইয়েদ খোকন (সৌদি প্রবাসী), আবুল হোসেন ভাই (মালয়েশিয়া প্রবাসী) রমজান মিয়া ভাই (সৌদি প্রবাসী) , আশিক, শেখ ফরিদ, আলমগীর,আল মামুন ভাই সহ সকল প্রবাসী ভাইদের, ইফতার বিতরণ শেষে সৌদি প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী রমজান মিয়া ভাই এর পক্ষ থেকে মেঘনা উপজেলা সকল নেতাকর্মীদের ঈদের উপহার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা