November 24, 2024, 12:16 am

এভাবে আচরণ বিধি লঙ্ঘন হলে সুষ্ঠু নির্বাচন হবেনা : রতন শিকদার

 

মেঘনা প্রতিনিধি।।

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৮ মে। প্রার্থীরা প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। রয়েছে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ। নির্বাচন কমিশন সুষ্ঠু ভাবে পরিচালনা করছেনা এমন অভিযোগ রয়েছে। নির্বাচন সুষ্ঠু হবে কিনা এমন প্রশ্নের জবাবে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাইফুল্লাহ মিয়া রতন শিকদার বলেন আগামী ৮ মে নির্বাচন। এক প্রার্থী অপর প্রার্থীকে হুমকি ধামকি সহ, গালমন্দ করছেন। বিশেষ করে মানিকার চর এলাকায় পোস্টার লাগাতে দিচ্ছেনা। পোস্টার লাগিয়ে আসলেই ছিড়ে ফেলে দেয়। একাধিক প্রচারণা ক্যাম্প করা হয়েছে। যা সম্পূর্ণ আচরণ বিধি লঙ্ঘন। এ ভাবে চলতে থাকলে সুষ্ঠু নির্বাচনের প্রশ্নই আসেনা। অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ মমিন মিয়া বলেন কোথাও আচরণ বিধি লঙ্ঘনের খবর পেলে আমরা সাথে সাথে ব্যবস্থা নিচ্ছি এবং কারো অভিযোগ থাকলে আমাদের জানাতে পারেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা