মেঘনা প্রতিনিধি।।
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন কুমিল্লার মেঘনা উপজেলায় প্রথম ধাপে আগামী ৮ মে। কুমিল্লা -২ (হোমনা -মেঘনা) আসনের সংসদ সদস্য, শিক্ষা ও আইন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ আব্দুল মজিদ বলেন আপনারা উপজেলা পরিষদ নির্বাচনে স্বতঃস্ফূর্ত ভাবে ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। কোন প্রকার ঝামেলা যেন না হয় সে ব্যবস্থা ইনশাআল্লাহ আমি গ্রহণ করব। গত শুক্র ও শনিবার নিজ নির্বাচনী এলাকা মেঘনা উপজেলার বিভিন্ন এলাকায় ভোটারদের সাথে গণসংযোগ করে এ কথা বলেন। এমপি বলেন কোন চোর, বাটপার, ডাকাতকে ভোট দিবেননা। এ সময় হোমনা – মেঘনার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।