October 8, 2024, 2:48 pm

সম্ভাবনার ‘মেঘনা’ ও জনপ্রতিনিধি

মো.রফিকুল ইসলাম।। 

ছোট্ট উপজেলা মেঘনা!
১৯৯৮ সনে কাগজে-কলমে মেঘনা উপজেলা প্রতিষ্ঠিত হয়। তারপর দুই যুগ পেরিয়ে আজকের মেঘনা নতুন আঙ্গিকে গড়ে উঠেছে।সড়ক যাতায়াতে মেঘনা পিছিয়ে ছিল শতাব্দীর পর শতাব্দী! এ উপজেলায় প্রথম পাকা রাস্তা তৈরি হয় ২০০০ সালে। চন্দনপুর টু মানিকারচর রাস্তা মেঘনার প্রথম পাকা রাস্তা। আর ভাটেরচর প্রান্তে জাতীয় মহাসড়কের সাথে যুক্ত হয় ২০১৬ সালে!উপজেলার কল্যানে বিভিন্ন অফিস, হাসপাতাল সহ নানান অবকাঠামো তৈরি হতে থাকে। আভ্যন্তরীণ যাতায়াত ব্যবস্থায় এলজিইডি’র রাস্তাগুলো পাকা হওয়া শুরু হয়! কিন্তু জমির আইল ঘুরে তৈরি হওয়া রাস্তাগুলো আর পরিকল্পিত হয় নাই। বেলেমাটির চরাঞ্চল হওয়ায় এবং মানসম্মত রাস্তা তৈরি না হওয়ায় মেঘনাবাসীও মানসম্মত সড়ক পায় নাই।অতিসম্প্রতি মেঘনায় “তিতাস ইকোনমিক জোন” নামে নতুন একটি বেসরকারি ইপিজেড প্রতিষ্ঠার লাইসেন্স পেয়েছে মেঘনা গ্রুপ। মেঘনা গ্রুপের ইহা ৪র্থ ইপিজেড! এ ইপিজেড মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের মেঘনা নদীর তীরে প্রতিষ্ঠিত হচ্ছে। বর্তমানে ১৬১ একর জমির উপর এ ইপিজেড তৈরি হলেও ভবিষ্যতে তা’ ৪০০ একর এলাকা জুড়ে বিস্তৃত হবে। এখানে দেশি-বিদেশি বিভিন্ন কোম্পানির ভারি এবং হালকা শিল্পকারখানা স্থাপিত হবে।ইপিজেড সূত্রে জানা যায়, এখানে প্রায় ষাট হাজার লোকের কর্মসংস্থান হবে এবং বিনিয়োগ হবে তিন বিলিয়ন ডলার।এর আগে লুটেরচর ইউনিয়নে “কুমিল্লা ইকনোমিক জোন” নামে মেঘনা গ্রুপের আরও একটি ইপিজেড তার কার্যক্রম শুরু করেছে। এখানেও ভারি এবং হালকা শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে! এ ইপিজেড ১৭০ একর জমির উপর গড়ে উঠলেও ভবিষ্যতে তা’ ৩০০ একরে বিস্তৃত হবে। এখানে ২ বিলিয়ন ডলারের বিনিয়োগ হবে বলে আশা করছে মেঘনা গ্রুপ।মেঘনার উন্নয়নের স্বার্থে এখনই এ উপজেলার অভ্যন্তরীণ পরিকল্পিত সড়ক অবকাঠামো তৈরি হওয়া জরুরি। বৃহৎ এ পরিকল্পনা এবং বিনিয়োগের সুযোগ থেকে মেঘনাবাসী সুফল পেতে হোমনা-তিতাসকে অবাধে যোগাযোগ করার সুযোগ তৈরি করার এখনই সময়!”তিতাস ইপিজেড” এবং “কুমিল্লা ইপিজেড” এলাকায় সহজ এবং অবাধ যাতায়াত ব্যবস্থা গড়ে তোলা বর্তমান জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সুশীল সমাজ সহ সকলের ভূমিকা রাখা দরকার!একদিন পরেই  উপজেলা পরিষদ নির্বাচন। কোন প্রার্থীর নির্বাচনী ম্যানিফেস্টোতে বিষয়টি স্থান পেয়েছে কি না জানা নেই। অথচ আমরা এদের ভেতর থেকেই একজন বেছে নিব।আমরা কখনও জানতে চাই না যে, আপনি পাশ করলে পরিকল্পিত মেঘনা গড়ায় কী ভূমিকা রাখবেন?আপনার মহাপরিকল্পনাই বা কী?আশাবাদী হতে চাই এইভেবে যে, একদিন হয়ত এমন দূরদর্শী নেতার দেখা মিলবে যিনি পরিকল্পিত মেঘনা গড়ে তোলায় ভূমিকা রাখবেন।

লেখক – প্রকৌশলী, গ্রাম : কাশিপুর, মেঘনা, কুমিল্লা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা