July 27, 2024, 2:56 am
সর্বশেষ:
মেঘনায় কোটাসংস্কার আন্দোলন ও ছাত্রলীগের হামলা, ইন্দ্বন কি ? মেঘনায় কোটা আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা মেঘনায় প্রকল্পের প্রায় সাড়ে ৩০লাখ টাকা আত্মসাতের ঘটনায় কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ড পার্বতীপুর যমুনা ওয়েল কোম্পানি লিমিটেডের ডিপোতে কর্মরত কয়েকজনকে দুদকের জিজ্ঞাসাবাদ  চেয়ারম্যান বাড়ির ঘাটে দৃষ্টিনন্দন ঘাটলা মেঘনায় নদীর ভাঙন রোধে ফেলা হচ্ছে জিওবি ব্যাগ মেঘনায় নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনে প্রশাসন, ক্ষতি গ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরন স্ত্রীসহ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে দুদকের মামলা ডা. সাবরিনাসহ ৭ জনের নামে দুদকের মামলা কোটা নিয়ে হাইকোর্টের রায়ের ওপর ৪ সপ্তাহের স্থিতাবস্থা

মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স : ৭ চিকিৎসক বদলি ও দায়িত্বশীলতা

বিপ্লব সিকদার।। 

কুমিল্লার মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৭ চিকিৎসক উচ্চ শিক্ষার অজুহাতে নিয়ম মেনে বদলি হয়ে গেছে সম্প্রতি। যার ফলে সেবা নিতে আসা রোগীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। হাসপাতাল সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। রোগিদের চাপ সামলাতে কষ্ট হচ্ছে কর্তব্যরতদের ।বৃহস্পতিবার সরেজমিনে ঘুরে দেখা যায় মেডিকেল টেকনোলজিষ্টরাও বহিঃ বিভাগে রোগি দেখছেন। বাচ্চা রোগী নিয়ে আশা এক পিতা মাতার আকুতি শুনে এগিয়ে যাই, জানতে চাই কি সমস্যা কান্না জড়িত কন্ঠে বলেন বাচ্চা টাকে দেখিয়েছিলাম, কতগুলো পরিক্ষা দিয়েছে বাহির থেকে করে আনতে, এখন পরিক্ষা করে এনেছি শিশু ডাক্তার সাহেব হেটে ভিতরের দিকে চলে গেছে। বিষয় টি একই হাসপাতালে কর্মরত রেডিওলজিস্ট মো.রফিক কে ইশারা দিয়ে বললাম একটু বিষয় টি দেখে হেল্প করতে পারেন? তিনি আন্তরিক ভাবে বিস্তারিত জেনে সমস্যার প্রাথমিক সমাধানের চেষ্টা করলেন। এভাবে অনেককেই দেখা গেছে বিড়ম্বনার শিকার হতে। উচ্চ শিক্ষার জন্য নিয়ম অনুযায়ী বদলি হয়েছে ৭ ডাক্তার কারো কিছু করার নেই। কিন্তু প্রশ্ন জাগে দায়িত্বশীলতা নিয়ে। ৭ চিকিৎসক এক সাথে বদলি হলে চিকিৎসা সেবায় ভোগান্তি হবে এটা কি স্বাস্থ্য কর্মকর্তা বা উর্ধতন কর্মকর্তারা ঠাওর করতে পারেননি? ইচ্ছে করলে কি এত জরুরি বদলিতে অন্তত দু চারজন চিকিৎসক ভিন্ন হাসপাতাল থেকে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা যেতনা? নাগরিকদের চিকিৎসা সেবায় ভোগান্তি এর দায় কি কর্তৃপক্ষ এড়াতে পারে? এভাবে কতদিন চলে তা জানা নেই তবে দ্রুত সৃষ্ট সমস্যার সমাধানে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

লেখক – সাংবাদিক।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা