February 6, 2025, 1:29 pm
সর্বশেষ:
মেধাবী শিক্ষার্থীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে হবে : অধ্যক্ষ সেলিম ভুইয়া কুমিল্লায় চোর ধরতে গিয়ে পুলিশ সদস্যের মৃত্যু টুঙ্গিপাড়ায় সড়কের কাজে ফসলি জমি কেটে বালু ভরাট করায় কৃষি জমির ক্ষতির সত্যতা পেয়েছে দুদক রাজনৈতিক গাণিতিক সূত্র পেয়ে খুশি অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার কর্মীরা মেঘনায় অবৈধ বালু উত্তোলন ও টপ সয়েল কর্তন প্রতিরোধে বিশেষ সভা সন্তান বাঁচাতে কিডনি দিবেন মা তরুণদের রাজনৈতিক দল গঠনে রাষ্ট্রীয় সহায়তা হবে হতাশাজনক: তারেক রহমান স্বাধীন সাংবাদিকতার জন্য আজম্ম লড়াই চালিয়ে যাব: মাহমুদুর রহমান ‘পাতী নেতা’ও ‘ছারপোকা’ শহীদ পরিবারের রক্তের দাম ৫ লাখ টাকা হলে ’২৪–এর চেতনা দীর্ঘস্থায়ী হবে না

মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স : ৭ চিকিৎসক বদলি ও দায়িত্বশীলতা

বিপ্লব সিকদার।। 

কুমিল্লার মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৭ চিকিৎসক উচ্চ শিক্ষার অজুহাতে নিয়ম মেনে বদলি হয়ে গেছে সম্প্রতি। যার ফলে সেবা নিতে আসা রোগীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। হাসপাতাল সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। রোগিদের চাপ সামলাতে কষ্ট হচ্ছে কর্তব্যরতদের ।বৃহস্পতিবার সরেজমিনে ঘুরে দেখা যায় মেডিকেল টেকনোলজিষ্টরাও বহিঃ বিভাগে রোগি দেখছেন। বাচ্চা রোগী নিয়ে আশা এক পিতা মাতার আকুতি শুনে এগিয়ে যাই, জানতে চাই কি সমস্যা কান্না জড়িত কন্ঠে বলেন বাচ্চা টাকে দেখিয়েছিলাম, কতগুলো পরিক্ষা দিয়েছে বাহির থেকে করে আনতে, এখন পরিক্ষা করে এনেছি শিশু ডাক্তার সাহেব হেটে ভিতরের দিকে চলে গেছে। বিষয় টি একই হাসপাতালে কর্মরত রেডিওলজিস্ট মো.রফিক কে ইশারা দিয়ে বললাম একটু বিষয় টি দেখে হেল্প করতে পারেন? তিনি আন্তরিক ভাবে বিস্তারিত জেনে সমস্যার প্রাথমিক সমাধানের চেষ্টা করলেন। এভাবে অনেককেই দেখা গেছে বিড়ম্বনার শিকার হতে। উচ্চ শিক্ষার জন্য নিয়ম অনুযায়ী বদলি হয়েছে ৭ ডাক্তার কারো কিছু করার নেই। কিন্তু প্রশ্ন জাগে দায়িত্বশীলতা নিয়ে। ৭ চিকিৎসক এক সাথে বদলি হলে চিকিৎসা সেবায় ভোগান্তি হবে এটা কি স্বাস্থ্য কর্মকর্তা বা উর্ধতন কর্মকর্তারা ঠাওর করতে পারেননি? ইচ্ছে করলে কি এত জরুরি বদলিতে অন্তত দু চারজন চিকিৎসক ভিন্ন হাসপাতাল থেকে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা যেতনা? নাগরিকদের চিকিৎসা সেবায় ভোগান্তি এর দায় কি কর্তৃপক্ষ এড়াতে পারে? এভাবে কতদিন চলে তা জানা নেই তবে দ্রুত সৃষ্ট সমস্যার সমাধানে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

লেখক – সাংবাদিক।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা