September 15, 2024, 2:10 am

স্ত্রীসহ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে দুদকের মামলা

 

বিপ্লব সিকদার।।

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ ওরফে ভিপি শহিদ ও তার স্ত্রী নারগীছ আক্তারের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তাদের বিরুদ্ধে ৩ কোটি ৪৮ লাখ ২৩ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের প্রমাণ মিলেছে।

মঙ্গলবার (৯ জুলাই) সহকারী পরিচালক আল-আমিন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) মামলা দুটি দায়ের করেন।

 

শহীদুর রহমানকে আসামি করা মামলার এজাহারে অভিযোগ আনা হয়, তিনি জ্ঞাত আয় বহির্ভূত ৫৫ লাখ ৭২ হাজার টাকার সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছেন।

অন্য মামলায় নারগীছ আক্তারকে প্রধান আসামি ও তার স্বামীকে দ্বিতীয় আসামি করা হয়। এজাহারে অভিযোগ আনা হয়, স্বামীর জ্ঞাত আয় বহির্ভূত আয়কে বৈধতা দিতে তিনি সহযোগিতা করেছেন। তিনি ২ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকার সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন। এছাড়া সম্পদ বিবরণীতে ৩০ লাখ ৭৮ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।

 

তাদের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ও ২৬ (২) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা