July 12, 2025, 8:00 am
সর্বশেষ:
তারেক রহমানের নির্দেশে ফুলগাজীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মেঘনার ব্রাহ্মণচর নোয়াগাঁও আলিম মাদ্রাসার ফলাফলের করুণ চিত্র: দলীয়করণ ও দলাদলির বলি শিক্ষার্থীরা মেঘনায় এসএসসির ফলাফলে  শীর্ষে সাহেরা লতিফ বালিকা বিদ্যালয়, সরকারি স্কুলের ফলাফলে হতাশা মেঘনায় মোড়ে মোড়ে কিশোর গ্যাং: স্থানীয় গডফাদারদের মদদে অপরাধে ব্যবহৃত হচ্ছে কিশোররা ঝুঁকিপূর্ণ সেতুতে বাল্কহেড আটকে জরিমানা ৩০ হাজার টাকা মেঘনায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান এখন সময়ের দাবি গণমাধ্যম কর্মী : নতজানুতা বনাম সততা মেঘনা উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদ দলের গঠন তন্ত্র অনুযায়ী করা হয়েছে : আক্তারুজ্জামান সরকার অভিযোগহীন অপরাধ: প্রশাসন জানে, তবুও নীরব কেন? জল ঘোলায় রিজিক মেলায় যারা, তারা বিপথগামী, উত্তরণের পথ এখনই জরুরি

ইস্টার্ন রিফাইনারীর সাবেক এমডি রেজাউলের বিরুদ্ধে দুর্নীতির মামলা

বিপ্লব সিকদার।।

সোয়া ২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ইস্টার্ন রিফাইনারী লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল আলমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

বুধবার (৩১ জুলাই) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের সংস্থাটির উপ-পরিচালক সুমিত্রা সেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সংস্থাটির উপ পরিচালক (জনসংযোগ) মো.আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ইস্টার্ন রিফাইনারী লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল আলম ২০২২ সালের ৩১ মার্চ দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে তার নিজ নামে অর্জিত ২ কোটি ৫২ লাখ ৬০ হাজার ৫৯১ টাকার সম্পদের মধ্যে ৯৬ লাখ ৭ হাজার ৫৯১ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপনের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া দুদকের অনুসন্ধানে ১ কোটি ৪২ লাখ ৯৯ হাজার ৫০ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে দুদকের অনুসন্ধানে। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) এবং ২৭(১) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

দুদক সূত্রে আরও জানা যায়, চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারী লিমিটের সাবেক এমডি মো. রেজাউল আলমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারপূর্বক বিভিন্ন প্রতিষ্ঠান হতে ৪০ কোটি টাকা আত্মসাৎ করে ঢাকায় তিন তলা বিলাসবহুল বাড়ি ও চট্টগ্রামে জমিসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০২২ সালের অনুসন্ধান শুরু করেছিল দুদক। অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ায় ২০২২ সালের ৩ ফেব্রুয়ারি সম্পদ বিবরণী নোটিশ দেয় দুদকের তৎকালীন উপপরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা