November 3, 2024, 3:31 am

কুমিল্লা জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লা জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।৩০ জুলাই,( মঙ্গলবার) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা হয়।জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মু. মুশফিকুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম বিপিএম, পিপিএম। এ ছাড়া  আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর প্রতিনিধিগণ, স্কুল ও কলেজের প্রধানগণ, জনপ্রতিনিধি বৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ,প্রতিনিধিবর্গ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত সভার শুরুতে দাঁড়িয়ে নিরবতা পালনের মাধ্যমে বিগত কয়েকদিনের সহিংসতায় নিহতদের প্রতি শোক প্রকাশ করা হয় এবং আহতদের সুস্থতা কামনা করা হয়। সভায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টা এবং জনসচেতনতা তৈরির মাধ্যমে আইনশৃঙ্খলা বজায় রাখার বিষয়ে কার্যকর আলোচনা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা