মেঘনা প্রতিনিধি।।
মেঘনা উপজেলাকে চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত
সমাজ গঠন, সংকটকালীন সময়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এবং সব ধরনের অনিয়ম ও চাঁদাবাজি বন্ধের অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা গত রবিবার সকাল সাড়ে ১০টা
সিএনজি, ব্যাটারিচালিত অটোরিকশা ও নৌপথে কাউকে চাঁদা না দিতে সব ধরনের পরিবহনের চালককে আহ্বান জানান। যদি কেউ চাঁদাবাজি করতে আসে তাহলে সবাই মিলে তাকে আটকে রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের হাতে তুলে দেয়ার আহ্বান জানান। একই সঙ্গে এ উপজেলার যেসব এলাকায় মাদক বেচাকেনা হয় তা বন্ধে ও মাদক বিক্রেতাদের উচ্ছেদে আজ থেকেই অভিযান পরিচালনার ঘোষণা দিয়ে ছাত্র সমাজের এই সামাজিক সেবামূলক কাজে সহযোগিতা করতে স্থানীয় সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান শিক্ষার্থীরা।শিক্ষার্থীদের এসব পদক্ষেপকে স্বাগত জানিয়ে সংহতি প্রকাশ করে সহযোগিতার আশ্বাস দেন স্থানীয় বাসিন্দারাও।দুপুরে শিক্ষার্থীরা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার রেনু দাসের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা, মহিলা ভাইস চেয়ারম্যান • দিলারা শিরিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সেলিম প্রমুখ।