মেঘনা প্রতিনিধি।।
কুমিল্লা মেঘনায় সাংবাদিকদের সাথে মত-বিনিময় করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। আজ রোববার (২০অক্টোবর) মেঘনা উপজেলা প্রেসক্লাবে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী দিনের করণীয় সম্পর্কে কর্ম পরিকল্পনা নির্ধারণ করতে গণমাধ্যম কর্মীদের সঙ্গে এই মতবিনিময় করেন। মেঘনা উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ইসমাইল হোসেন মানিকের সভাপতিত্বে ও মেঘনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান বিপ্লব সিকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন, মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোঃ শাহাবুদ্দিন, মোঃ আব্দুল মতিন মেঘনা উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালেক, সিনিয়র সাংবাদিক আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক জাকির হোসেন, বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা । এ সময় সংবাদকর্মীরা মেঘনা উপজেলার বিভিন্ন অসংগতি তুলে ধরেন এবং আগামী দিনে বিএনপির পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে প্রধান অতিথি বলেন , আমি আগামী দিনে জাতীয় সংসদ সদস্য নির্বাচনে অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করছি। সুন্দর একটা আধুনিক মাদকমুক্ত দুর্নীতিমুক্ত বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করছি সেজন্য আপনারা সবাই আমার পাশে থাকবেন, সাংবাদিক সমাজের আয়না তাই আপনাদের বলছি, আমি সহ বিএনপি নেতাদের কেউ যদি কোন অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত থাকতে দেখা যায় তবে গণমাধ্যম কর্মী হিসেবে আপনারা নির্বিঘ্নে সেটা তুলে ধরবেন। স্বচ্ছতার মাধ্যমে বিএনপি নেতাকর্মীরা দেশ পরিচালনার চেষ্টা করবে। সাংবাদিকরা সমাজের দর্পণ কিন্তু বিগত সময় তাদের কন্ঠরোধ ও বাকস্বাধীনতা হরণ করেছিল স্বৈরাচার আ’লীগ সরকার। ছাত্র-জনতার আন্দোলনে সেই স্বৈরাচার আ’লীগ সরকারের পতন হয়েছে। এসময় তিনি দলীয় সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ভবিষ্যৎ রাজনীতি করার আহ্বান জানান।