May 21, 2025, 1:39 am
সর্বশেষ:
বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র কমিটি পুনর্গঠন: সভাপতি রিয়াজ, সম্পাদক নিজাম এখন আমরা বাঘের মুখে পড়েছি: মির্জা আব্বাস ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ :কমিশনের সুপারিশে গণমাধ্যমে বেশ কিছু সংস্কার উদ্যোগ: তথ্য উপদেষ্টা মেঘনায় ৩ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা গজারিয়ায় শীর্ষ সন্ত্রাসী সৈকত গ্রেফতার কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধান উপদেষ্টা ইশরাককে মেয়র পদে বসাতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম একটি বিশেষ পথচলার নাম অটিজম নির্বাচন পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় : প্রেস সচিব আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

ঈশ্বরদীর পাকশীতে এক ব্যক্তিকে গুলি করে হত্যা

 

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা।।

পাবনার ঈশ্বরদীর পাকশীতে মানিক হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর মোড়ে এ ঘটনা ঘটে। খুনের বিষয়টি নিশ্চিত করেছেন ইশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম।

নিহত ব্যক্তির নাম মানিক হোসেন (৪০)। তিনি রূপপুর এলাকার বাসিন্দা ইউনুস আলীর ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শী নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, আজ সকাল আনুমানিক সাড়ে আটটার দিকে মানিক রূপপুর মোড়ে প্রিমিয়ার ব্যাংকের কাছে তার বসতবাড়ির সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় ৮-১০ জন যুবক পায়ে হেঁটে এসে তার ওপর হামলা চালায়। মানিক দৌড়ে তার বাড়ির পেছনে গেলে সেখানেই একাধিক গুলি চালিয়ে তাকে খুন করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ আসে।

রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন সাহা বলেন, ঘটনার পরপরই এলাকায় এসে তদন্ত ও মরদেহ উদ্ধারের কাজ শুরু করেছি। খোঁজখবর নেওয়া হচ্ছে। বিস্তারিত তথ্য পরে জানাচ্ছি।

ইশ্বরদী থানার ওসি শহীদুল ইসলাম বলেন, নিহত মানিক হোসেনের বিরুদ্ধে ছাত্রলীগ কর্মী হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এ মামলায় জামিন পেয়ে বের হয়ে এসেছিল।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা