February 20, 2025, 6:55 am
সর্বশেষ:
মেঘনায় এসিল্যান্ডসহ কর্মকর্তাহীন একাধিক দপ্তর, সেবাবঞ্চিত নাগরিকরা ডিসিদের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বাজার নিয়ন্ত্রণে প্রধান উপদেষ্টার নির্দেশ হাসিনা এখনো ক্ষমতায় থাকলে আমাদের ফাঁসি দিয়ে দিত : রুহুল কবির রিজভী  আজ মেঘনা উপজেলা বিএনপির কাউন্সিল, প্রধান অতিথি রিজভী বিয়ের পিড়িতে বসা হলোনা রেমিট্যান্স যোদ্ধা আনিসুর রহমানের   মেঘনা বিএনপির সম্মেলন ঘিরে ব্যস্ত সেলিম ভুইয়া, শনিবার আসছেন রুহুল কবির রিজভী র‍্যাব বিলুপ্তির বিষয়ে জাতিসংঘের প্রস্তাবে সবাই বসে সিদ্ধান্ত নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনে প্রয়োজনীয় সংস্কারের সময় দেবে জামায়াত: গোলাম পরওয়ার ড. ইউনূসকে প্রধান করে ‘জাতীয় ঐকমত্য কমিশন’ গঠন আ.লীগের নিপীড়ন নিয়ে জাতিসংঘের প্রতিবেদন, দায়ীদের জবাবদিহির আওতায় আনবে সরকার

বিয়ের পিড়িতে বসা হলোনা রেমিট্যান্স যোদ্ধা আনিসুর রহমানের  

মেঘনা প্রতিনিধি।।
পরিবারের চাহিদা মেটাতে, উপার্জন করতে উঠতি বয়সে পারি জমান সৌদি আরবে। আগামী মাসে বাংলাদেশে এসে বিয়ে করবেন এমন সিদ্ধান্ত হয় পরিবারের সাথে সৌদিতে কর্মরত যুবক আনিসুর রহমানের । সে আর হলোনা। আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি)  বাংলাদেশ সময় দুপুর ২ টার দিকে সৌদিতে  নিজ বাসায় স্ট্রোক করে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করে।   আনিসুর রহমান কুমিল্লার মেঘনা উপজেলার রাধানগর ইউনিয়নের রাধানগর গ্রামের লাখ মিয়ার ছেলে। পরিবার সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আনিসুর রহমান সৌদি আরবের এয়ার পোর্টে আল সালামা কোম্পানির অধীনে কাজ করতেন। আনিসুর রহমানের মৃত্যুর খবর পেয়ে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। বার বার মূর্ছা খাচ্ছে পরিবারের প্রতিটি সদস্য। বাকরুদ্ধ বন্ধু মহল। আনিসুর রহমানের মরদেহ বাংলাদেশে আনার জন্য সৌদিতে অবস্থানরত শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা নিচ্ছেন পরিবারের লোকজন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা