March 30, 2025, 5:53 am

মেঘনায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

মেঘনা প্রতিনিধি।।

কুমিল্লা মেঘনা উপজেলার জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রবিবার (১৬ মার্চ ) বিকালে উপজেলার অডিটোরিয়ামে জামায়াতে ইসলামের আমির,
মো: লোকমান হোসেন ভূঁইয়া এর সভাপতিত্বে ও আনিছুর রহমান মিয়াজী সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২ (হোমনা- মেঘনা) আসনের বাংলাদেশের জামাত ইসলামের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ নাজিম উদ্দিন মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাওলানা সাইদুল হক।

নাজিম উদ্দিন মোল্লা বলেন, বিগত সরকারের আমলে আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী অনুষ্ঠানে নিজের বাড়িতে শান্তিপূর্ণভাবে পরিবারের সাথে অবস্থান করতে পারি নি। আল্লাহ তায়ালার মেহেরবানি জমিনের নিচে কুরআন এবং সুন্নাহর আলোকে, উন্মুক্ত পরিবেশে আপনাদের সামনে নিজেকে উপস্থাপন করতে পারছি। তিনি আরো বলেন, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, আগামী দিনে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে জাতীয় সংসদ থেকে কুরআনের আইন বাস্তবায়ন করতে চাই। আসুন আমরা এজন্যে আজ থেকে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে শপথ গ্রহণ করি।

ইফতারের পূর্বে দেশ ও জাতি এবং বিশ্ব মানবতার শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করে দোয়া পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা